পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"సిసిరి বাঙ্গালার ইতিহাস সুলতান ফিরোজ শাহ একডাল স্বর্গ অবরোধ করিয়া চতুর্দিকে আরাদা (শূল ক্ষেপণের যন্ত্র) ও মজ্ঞানিক (শর ক্ষেপণের যন্ত্ৰ ) স্থাপন করিয়াছিলেন । অবরোধের পরে সিকন্দর শাহের সেনা ত্বর্গের বাহিরে আসিতে পারিত না । কিছুকাল পরে সিকন্দরীয়া ত্বর্গের একটি প্রাকার গুরুভাবের জন্য পতিত হয় এবং সেই পথে প্রবেশ করিবার জন্য বাদশাহের সেনা প্রস্তুত হয় । বাদশাহের পুত্র ফতে খ এবং মালিক হস্যমূ-উদ্দীন বিনষ্ট প্রাকারের পথে অগ্রসর হইতে বাদশাহকে পরামর্শ দিয়াছিলেন, কিন্তু অবরোধবাসিনী সম্রাভ রমণীগণ দুর্বাত্ত সৈন্যশ্বণের হস্তে লাঞ্ছিত হইবেন বলিয়া ফিরোজ শাহ দুর্গ-আক্রমণের অনুমতি দেন নাই । সন্ধ্যার পরে সিকন্দর শাহ বিনষ্ট প্রাকার পুনর্নির্মাণ আরম্ভ করিয়াছিলেন এবং সূর্য্যোদয়ের পূৰ্ব্বে দ্বর্গপ্রাকার পুনর্নির্মিত হইয়াছিল। শমস-ই-সিরাজ আফিফা রচিত তারিখ-ই ফিরোজ শাহীতে সুলতান ফিরোজ শাহ কর্তৃক তৃতীয়বার একডালা-দুর্গ অবরোধের উপরিলিখিত বিবরণ লিপিবদ্ধ আছে সিকন্দরীয় দুর্গ সম্ভবতঃ একডালা দুর্গের অংশ বিশেষ । বিনিষ্ট প্রাকারপথে একডাল দুর্গ আক্রমণ না করা ফিরোজ শাহের সেনার দুর্বলতার পরিচয় মাত্র। কিছুকাল পরে একডালা ত্বর্গ হইতে সিকন্দর শাহের মন্ত্রিগণ সুলতান ফিরোজ শাহের মন্ত্রিগণের নিকটে সন্ধির প্রস্তাব করিয়া দূত প্রেরণ করিয়াছিলেন। ফিরোজ শাহের মন্ত্রিগণ সন্ধির প্রস্তাবে সম্মত হইয়া বলিয়া পাঠাইয়াছিলেন যে, খ-ই-আজম জফর খাঁ সুবর্ণগ্রামের সিংহাসনে পুনঃ প্রতিষ্ঠিত হইলে তিনি সন্ধিস্থাপন করিবেন। বাদশাহের আদেশে মন্ত্রিগণ হয়বং থাকে দূত স্বরূপ সিকদার শাহের নিকট প্রেরণ করিয়াছিলেন । সিকন্দর শাহের মন্ত্রিগণ অগ্রবর্তী হইয়া দূতকে অভ্যর্থনা করিলেন এবং উহাকে গৌড়ের বাদশাহের সম্মুখে উপস্থিত করিলেন। সিকন্মর শাহ সমস্ত জানিয়াও দূতের নিকট অজ্ঞতার ভাণ করিয়াছিলেন। হয়বং খ বাঙ্গালী ছিলেন এবং তাহার দুইটি পুত্র সিকন্দর শাহের অধীনে কর্ণে নিযুক্ত ছিল । ब्राद्येनौष्ठि-कूलल श्ञ्चवर थै গৌড়ের বাদশাহের সহিত কিয়ংক্ষণ বাগযুদ্ধ করিয়া তাহাকে সন্ধির প্রস্তাবে স্বল্পত করাইয়াছিলেন। সুলতান ফিরোজ শাহের প্রস্তাব অনুসারে গৌড়ের (88) Ibid, pp. 308-9,