পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$$ বাঙ্গালার ইতিহাস প্রথমে গঢ়াকটঙ্কার সীমায় অবস্থিত জাজনগর রাজ্য আক্রমণ করিয়াছিলেন । বদাওনী অনুসারে ফিরোজ শাহ প্রথমে সাতগড় ত্বর্গে উপস্থিত হইয়াছিলেন এবং পরে জাজনগরের রাজধানী বানারস বা বারাণসীতে উপস্থিত হইয়াছিলেন। বারাণসীতে উপস্থিত হইবার পূর্বে বা পরে তিনি মহানদী পার হইয়াছিলেন । জাজনগরের রাজা তেলিঙ্গ দেশের দিকে পলায়ন করিয়াছিলেন । কিয়ৎকাল জাজনগরের বনে হস্তী শীকার করিয়া ফিরোজ শাহ জাজনগরের রাজধানী হইতে জগন্নাথ নামক দেবমূৰ্ত্তি লইয়া আসিয়াছিলেন । এই মূর্তি পরে হিসার ফিরোজায় লইয়া গিয়া নানারূপে লাতি করিয়াছিলেন । জাজনগরের রাজা পাত্র পাঠাইয়া সন্ধির প্রস্তাব করিয়াছিলেন এবং বিংশতিটি বৃহৎকায় হস্তী উপঢৌকন প্রেরণ করিয়া প্রতিবর্ষে রাজস্বের পরিবর্তে কয়েকটি হস্তী প্রেরণ করিতে প্রতিশ্রুত হইয়াছিলেন। ফিরোজ শাহ তাহার সহিত এই সর্তে সন্ধিস্থাপন করিয়া ৭৬২ হিজরার (১৩৬০ খৃষ্টাব্দে ) রজব মাসে কড়ায় প্রত্যাবর্তন করিয়াছিলেন ফিরোজ শাহের জাজনগর অভিযানের বিবরণ প্রাচীন জাজনগর রাজ্যের অবস্থান নির্ণয়ের জন্য অত্যাবস্তক । শমসূ-ই-সিরাজ আফিফা, নিজামূ-উদ্দীন আহম্মদ, আবহ্বলকদর-বদাওনী ও ফেরেশতা প্রভৃতি প্রসিদ্ধ মুসলমান ঐতিহাসিকগণের উক্তি অনুসারে জাজনগররাজ্য বিহার বা মগধের নিকটে এবং গঢ়াকটঙ্কার সীমায় অবস্থিত ছিল, সুতরাং এই রাজ্য কখনই বর্তমান ত্রিপুর হইতে পারে না। প্রবীণ ঐতিহাসিক খ্ৰীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশয়ের মতানুসারে গঙ্গৰংশীয় তৃতীয় ভানুদেব সুলতান ফিরোজ শাহের জাজনগরে অভিযানের সময়ে মহাকোশল ও ওড্র বিষয়ের অধিপতি ছিলেন। তৃতীয় ভালুদেব ১২৭৪ শকাব্দ হইতে ১৩০১ শকাব্দ পর্য্যন্ত (১৩৫২-১৩৭৯ খৃষ্টাব্দ ) মহাকোশলের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন । ফিরোজ শাহের আক্রমণের দুই তিন বৎসর পূৰ্ব্বে তৃতীয় ভালুদেব বিজয়নগর-রাজ প্রথম বুকের জাতুষ্পুত্র সঙ্গম কর্তৃক পরাজিত হুইয়াছিলেন ও । (৫০) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৩২১। *১) মঞ্চ খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পূ: ৩৩০। (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. LXXII. 1903, p. 135, (ee) Ibid, p. 136.