পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$$ বাঙ্গালার ইতিহাস কলইয়াছিলেন । এই মুদ্রায় কামরূপের অপর নাম চাউলিস্তান (তণ্ডুলের দেশ) লিখিত আছে " ॥ ৭৬৫ হিজরায় (১৩৬৩ খৃষ্টাব্দে ) মৌলানা আতা কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল, এই মসজিদের শিলালিপি মাত্র দিনাজপুর জেলায় গঙ্গারামপুরে আবিষ্কৃত হইয়াছে ৭৭৭ হিজরায় ( ১৩৭৫ খৃষ্টাব্দে ) হুগলি জেলায় বৈদ্যবাটীর নিকটে মোল্লা সিমলা গ্রামে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল, এই মসজিদের শিলালিপি মাত্র আবিষ্কৃত হইয়াছে, কিন্তু ইহাতে সিকন্দর শাহের নাম নাই ৮২ ৷ স্বৰ্গীয় ডাক্তার রখম্যান অনুমান করেন যে, সম্ভবতঃ তৎকালে সিকন্দর শাহের সহিত তাহার পুত্র গিয়াস-উদ্দীন আজম শাহের যুদ্ধ চলিতেছিল, সেই জন্য প্রকৃত রাজা কে তাহ স্থির করিতে না পারিয়া লেখক শিলালিপিতে রাজার নাম লিপিবন্ধ ! 5 لا يمة ifة rة ترجمة গোঁড় ও বঙ্গ স্বাধীনতা অবলম্বন করিলেও মগধ বা বিহার বহুদিন দিল্লীর তোগলকৃবংশীয় বাদশাহগণের অধিকারভুক্ত ছিল। বিহার প্রদেশে বিহার নগরে পীর-বদরূ-উদ্দীন বদর-ই-আলমের সমাধিস্থানে একটি প্রাচীন শিলালিপি আছে । ইহা হইতে অবগত হওয়া যায় যে, ৭৬১ হিজরায়(১৩৫৯ খৃষ্টাব্দে) ফিরোজ শাহের রাজ্যকালে একটি মসজিদ পুনঃসংস্কৃত হইয়াছিল ৮• । বিহারে আবিষ্কৃত আর একখানি অস্পষ্ট শিলালিপিতে ৭৬৭ হিজরা (১৩৬৫ খৃষ্টাব্দ ) তারিখ আছে ৮৫ ৷ বিহার নগরে কবীর-উদ্দীনগঞ্জ মহল্লায় একটি প্রাচীন মসজিদ আছে, ইহার শিলালিপিতে সুলতান ফিরোজ শাহের পুত্র মহম্মদ শাহের নাম আছে। এই শিলালিপি অনুসারে, মসজিদটি ৭৯২ হিজরায় আলার পুত্র খাজা জিয়া কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল ৮৬। মুনের বা মনেরে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, ৭৯৮ হিজরায় (১৩৯৫ (v0) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II. pt. II, p. 152, No. 38. (wo) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLI. 1872, pt. I, pp. 104-5. (vs) Ibid, Vol. XXXIX. 1870, pt. I, p. 292. (ve) Ibid, Vol. XLII, 1873, pt; I, 258, note. (w8) Ibid, p. 303. (vs) Epigraphia Indica, Vol. II, p. 294. (v*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 303.