পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆՏ0 বাঙ্গালার ইতিহাস ৭৯০, ৭৯৫, ৭৯৬ ও ৭৯৮ হিজরায় তাহার নামে মুদ্রিত রজতমুদ্রা অাবিষ্কৃত হইয়াছিল** । পূৰ্ব্ববঙ্গে মুয়জমাবাদে ৭৭২,৭৭৫,৭৭৬ ***, ৭৯৩ ও ৭৯৯’ হিজরায় তাহার নামে মুদ্রিত রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে। সপ্তগ্রাম ও মুয়জমাবাদের মুদ্রা হইতে প্রমাণ হয় যে, গিয়াসূ-উদ্দীন আজম শাহ সিকন্দর শাহের মৃত্যুর অন্ততঃ সপ্তদশবর্ষ পূৰ্ব্বে স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন । ৭৯০ হিজরায় জন্নতাবাদ নামক স্থানে তাহার নামে রজতমুদ্র মুদ্রিত হইয়াছিল কিন্তু এই টাকশালের অবস্থান অদ্যাবধি নির্ণীত হয় নাই । কনিংহাম গৌড়ে একটি মসজিদের ইষ্টকলিপি আবিষ্কার করিয়াছিলেন, তাহার মতানুসারে ইহাতে গিয়াসূ-উদ্দীন আজম শাহের নাম আছে ৩, কিন্তু প্রকৃতপক্ষে এই মসজিদটি আলা-উদ্দীন হোসেন শাহের পুত্র গিয়াস্-উদ্দীন, মহমুদ শাহের রাজ্যকালে নিৰ্ম্মিত হইয়াছিল । গিয়াস্-উদ্দীন আজম শাহের মৃত্যুর পরে তাহার পুত্র সৈফ-উদ্দীন হম্‌জ শাহ গোঁড় বঙ্গের অধিকার লাভ করিয়াছিলেন । ইনি তারিখ-ই-ফেরেশতা, রিয়াজ-উস্-সালাতীন ও তবকাৎ-ই-আকৃবরী অনুসারে সুলতান (রাজাধিরাজ ) নামে অভিহিত হইতেন । র্তাহার রাজ্যকালের কোন ঘটনা অদ্যাবধি জানিতে পারা যায় নাই। রিয়াজ-উস-সালাতীন এ এবং তবকাৎ-ই আকৃবরী ও অনুসারে সৈফ-উদ্দীন হম্‌জা শাহ দশবৎসর রাজ্যভোগ করিয়াছিলেন। গোলাম হোসেন কর্তৃক লিপিবদ্ধ মতান্তর অনুসারে হম্‌জ শাহ তিন বৎসর সাতমাস রাজ্যভোগ করিয়াছিলেন । তাহার রাজ্যকালের কোন প্রাচীনকীর্তি অথবা শিলালিপি আবিষ্কৃত হয় নাই । ফিরোজাবাদে মুদ্রিত র্তাহার নামাঙ্কিত রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে । (**) Ibid, p. 76. (Soo) Ibid, p. 74. (>) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, p. 158, No. 74 amd p. 159 No. 82. (R) Ibid, p. 158, Nos, 76-77. (•) Archaeological Survey Reports, Vol. XV, pl. XX. Ö (8) Epigraphia Indo-Moslemica. (৫) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১১২। (৬) তৰকাৎ-ই-আকবরী, পারস্ত মূল। (*) Catalogue of Coins in the Indian Museum, Calcutta,Vol. II, pt. II. p. 160. Nos. 87—88.