পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ ১২১ সৈফ-উদ্দীন, হমজা শাহের মৃত্যুর পর তাহার পুত্র দ্বিতীয় শমস্-উদ্দীন, গৌড়ের অধিকার লাভ করিয়াছিলেন । তিনি তিন বৎসরমাত্র রাজ্যভোগ করিয়া দেহত্যাগ করিয়াছিলেন। রিয়াজ-উস-সালাতীন ও তারিখ-ই ফেরেশতা ব্যতীত তাহার অস্তিত্বের অপর কোন প্রমাণ নাই । রিয়াজউস্-সালাতীনের মতানুসারে ৭৮৫ হিজরায় (১৩৮৩ খৃষ্টাব্দে ) সৈফ-উদ্দীন হর্মুজ শাহের মৃত্যু হইয়াছিল । কিন্তু লেন পুল (Lane-poole) ও রাইটের (H. N. Wright) মতানুসারে ৮০৯ হিজরার (১৪০৬ খৃষ্টাব্দে) হমজো শাহের মৃত্যু হইয়াছিল ৮০৯ হইতে ৮১২ হিজরার (১৪০৬-৯ খৃষ্টাব্দে ) মধ্যে শমস্-উদ্দীন গৌড়ের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । রিয়াজ-উস্সালাতন অনুসারে, পড়ায় অথবা রাজা গণেশের চক্রান্তে সুলতান শমস উদ্দীনের মৃত্যু হইয়াছিল এবং তাহার অপর নাম শাহাব-উদ্দীন এবং তিনি সৈফ-উদ্দীন হম্‌জা শাহের দত্তক পুত্ৰ সুলতান শমস্-উদ্দীনের রাজ্যকালের কোন ধ্বংসাবশেষ, শিলালিপি অথবামুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। গিয়াস্-উদ্দীন, আজম শাহের রাজ্যের শেষভাগে ভাতুরিয়া পরগণার হিন্দ্র জমিদার রাজা গণেশ বা কংসনারায়ণ অত্যন্ত পরাক্রান্ত হইয়া উঠিয়াছিলেন, আজম শাহ ও শমস্-উদ্দীন তাহার আদেশে নিহত হইয়াছিলেন এবং পরে তিনি স্বয়ং গোঁড়বঙ্গে স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন । (৮) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১১২ ৷ (a) वै । (so) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, p. 131. {ss) ब्रिग्रांज.-छन्-गांनाउँौन., श्रब्राणि अङ्घबांग, शृं: २२२ ।।