পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট (ঙ) ইলিয়াস্ শাহের বংশ শমস-উদ্দীন, ইলিয়াস, শাহ | সিকদর শাহ l গিয়াস-উদ্দীন আজম শাহ সৈফ। -উদ্দীন হম্‌জা শাহ —— | | শমস,-উদ্দীন, শাহাব-উদ্দীন, বায়জিদ শাহ - পরিশিষ্ট (চ) মা-হুয়ানের বঙ্গ-বিবরণ به سه تا چه حتی تعجم هجه داشتحصمیم خصحتمه ১৪০৫খুষ্টাব্দের ষষ্ঠ মাসে চীনদেশীয় সম্রাট যুঙ্গ-লো-চেঙ্গ-হো-নামক দৃতকে দক্ষিণ এসিয়ার রাজ্যসমূহে প্রেরণ করিয়াছিলেন। মা-হুয়ান, চেঙ্গ-হোর সহিত দ্বিভাষীরূপে আসিয়াছিলেন; ৬২ খানি জাহাজে ৩০০০০ সৈন্য লইয়। চেঙ্গ-হো, লিউ-কিয়া-কিয়জ বন্দর হইতে যাত্র করিয়াছিলেন । “য়িঙ্গ-য়াই-শেক্স-লান " গ্রন্থে মা-হুয়ান কর্তৃক সঙ্কলিত বঙ্গ-বিবরণ লিপিবদ্ধ আছে, বিংশতি বর্ষ পূৰ্ব্বে ঐযুক্ত ফিলিপস ( George Phillips) এই অংশ ইংরাজিতে অনুবাদ করিয়াছিলেন। “য়িঙ্গ-য়াই-শেক্স-লান" অনুসারে বাঙ্গালী রাজ্যে পৌঁছিতে হইলে সু-মেন-তালা (সুমাত্র) হইতে সমুদ্রপথে যাত্রা করিতে হয় এবং একবিংশ দিবসে বায়ু অনুকুল থাকিলে চেহ-টি-গান (চটগ্রাম) বন্দরে উপস্থিত হওয়া যায়। এই স্থান হইতে ক্ষুদ্র নৌকায় ৫০০ লি (৮৩ওঁ ক্রোশ } গর্জন করিলে সোনা-উরহ-কোঙ্গ (সোনার গা বা স্বৰণ গ্রাম) নামক স্থানে উপস্থিত হওয়া যায়। এইস্থান হইতে স্থলপথে ৫২ং ক্রোশ গমন করিলে বাঙ্গাল রাজ্যে উপস্থিত হওয়া যায়। এই দেশে নগরসমূহ প্রাচীরবেষ্টিত, অধিবাসিগণ মুসলমান এবং কৃষ্ণবর্ণ। তাহার মন্তক মুণ্ডল করিয়া থাকে। রাজা ও রাজকর্মচারিগণ মুসলমানের পরিচ্ছদ পরিধান করিয়া থাকেন