পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ ১২৩ এই দেশের ভাষার নাম বাঙ্গাল, তবে পারষ্ঠ ভাষাও ব্যবহৃত হয়। এই দেশের মুদ্রার নাম টঙ্গ-কা, সামান্ত মূল্যের জন্য কড়ি ব্যবহৃত হইয়া থাকে। সমস্ত বৎসর চীনদেশের গ্রীষ্মকালের কায় গরম। দেশে বহুবিধ ধান্ত, গোম, যব, সর্ষপ প্রভৃতি শস্ত উৎপন্ন হইয়া থাকে। নারিকেল, ধন্য, তাল ও কাজঙ্গ (?) হইতে মদ্য উৎপন্ন হয় এবং প্রকাশ্যভাবে মঞ্চ বিক্রীত হইয়া থাকে। এই দেশে কদলী, পনস, আম্র, দাড়িম্ব, ইক্ষু প্রভৃতি ফল উৎপন্ন হইয়া शंiएक ! এই দেশে ছয় প্রকার কার্পাস নির্শিত সূক্ষ্মবন্ত্র বয়ন করা হয়, এই সমস্ত বস্ত্র প্রন্থে দুই হস্ত দৈর্ঘে উনবিংশ হস্ত। এই দেশে রেশমের কীট পালিত হয় ও রেশম-নিৰ্ম্মিত বস্ত্র বয়ন করা হয়। চিকিৎসা ব্যবসায়ী, জ্যোতিষী, শিল্পী ও পণ্ডিতগণের বাস আছে। দেশে কোনও নির্দিষ্ট পঞ্জিকা নাই, দ্বাদশ মাসে বৎসর গণিত হয় কিন্তু মলমাস গণনার ব্যবস্থা নাই। রাজা বাণিজ্যের জন্য বিদেশে জাহাজ পাঠাইয়া থাকে। মুক্ত ও বহুমূল্য মণিসমূহ কর-স্বরূপ ÈRIT" (afges **Fi fty-Journal of the Royal Asiatic Society 1895, pp. 529-33. চেঙ্গ-হো যখন বাঙ্গালাদেশে আসিয়াছিলেন, তখন সৈফ -উদ্দীন, হর্মুজ শাহ গৌড়ের সিংহাসনে উপবিষ্ট ছিলেন। চীনদেশের মিল্প-রাজবংশের ইতিহাসানুসারে ১৪০৯ খৃষ্টাম্বে বাঙ্গালার রাজা গৈ-য়া-সজু-টিঙ্গ । গিয়াস-উদ্দীন,) বহু উপঢেকিনের সহিত চীনদেশে দৃত প্রেরণ করিয়াছিলেন । ১৪০৯ খৃষ্টাব্দে বাঙ্গাল দেশে গিয়াস-উদ্দীন, উপাধিধারী কোন রাজার অস্তিত্বের প্রমাণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই।