পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏՀԵ বাঙ্গালার ইতিহাস করিতে স্বীকার করিয়াছিলেন, কিন্তু তাহার পত্নী উহাকে স্বধৰ্ম্ম পরিত্যাগ করিতে দেন নাই। গণেশ মুসলমানগণের প্রীত্যৰ্থে হিন্দ্ৰ থাকিয়াও হয়ত শাহাব-উদ্দীন বায়াজিদ শাহ উপাধি গ্রহণ করিয়াছিলেন । ৮১৭ .হিজরায় অথবা কিঞ্চিৎ পূৰ্ব্বে সুলতান শাহাব-উদ্দীন বায়াজিদ শাহ উপাধিধারী রাজা গণেশের অথবা ক্রীড়াপৃত্তলিকা বায়াজিদ শাহের এবং তাহার প্রকৃত প্রভূ রাজা গণেশেরষ্কৃত্যু হইয়াছিল। কারণ ৮১৮ হিজরা হইতে রাজা গণেশের পুত্র যত্ব, সুলতান জলাল-উদ্দীন মহম্মদ শাহ উপাধি গ্রহণ করিয়া ফিরোজাবাদ হইতে নিজ নামে মুদ্রাঙ্কন আরম্ভ করিয়াছিলেন ২• । রিয়াজ-উস-সালাতীন-প্রণেতা গোলাম হোসেন মুসলমান, তিনি মাত্র মুসলমানরচিত ইতিহাস অবলম্বনে গ্রন্থরচনা করিয়াছিলেন, সুতরাং তাহার গ্রন্থে গণেশের নিন্দা ব্যতীত প্রশংসা নাই। ব্লখ্যমান সত্যই বলিয়াছেন যে, রিয়াজ-উস্-সালাতীনে গণেশের শত্রুপক্ষের উক্তিই লিপিবদ্ধ আছে ২১ । রিয়াজ-উস-সালাতীন, তারিখ-ই-ফেরেশতা ও তবকাৎ-ই-আকবরীতে রাজা গণেশের বিবরণ আছে, তন্মধ্যে রিয়াজ-উস-সালাতীনেই সৰ্ব্বাপেক্ষ বিশদ বিবরণ দেখিতে পাওয়া যায়। গোলাম হোসেনের মতানুসারে রাজা গণেশ বাঙ্গালাদেশ হইতে মুসলমানধৰ্ম্ম দূর করিবার চেষ্টা করিয়াছিলেন, তিনি সমস্ত মুসলমান বিনাশের উদ্যোগ করিয়াছিলেন এবং তাহার আদেশে বহু শিক্ষিত মুসলমান নিহত হইয়াছিলেন। শেখ মুঈনু-উদ্দীন আব্বাসের পুত্র শেখ বদর-উল ইসলাম রাজা গণেশকে অভিবাদন না করায় তাহার আদেশে নিহত হইয়াছিলেন। সেইদিনই অবশিষ্ট শিক্ষিত মুসলমানগণকে নৌকায় আরোহণ করাইয়া নদীর মধ্যস্থলে লইয়া গিয়া জলমগ্ন করা হইয়াছিল। মুসলমানগণের প্রতি অত্যাচারে বিচলিত হইয়া শেখ নুর কুতবত-উল-আলম, জৌনপুরের সুলতান ইব্রাহিম শাহ শাকীকে একখানি পত্র লিখিয়াছিলেন এবং সেই পত্রে ইব্রাহিম শাহকে গৌড়রাজ্য আক্রমণ করিতে অনুরোধ করিয়াছিলেন। কাজী শাহাব-উদ্দীন জৌনপুরী, ইব্রাহিম শাহকে লুর কুতবা উল্‌-আলমের অনুরোধ রক্ষা করিতে পরামর্শ দিয়াছিলেন। সুলতান ইব্রাহিম (ao) Ibid, p. 161. No. 93. (RS) Journal of the Asiatic Society of Bengal, Vol. XLII, 1873, pt. I, p. 264.