পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిస్రి বাঙ্গালার ইতিহাস বঙ্গে পুনরায় সংস্কৃত চর্চা আরবন্ধ হইয়াছিল, সংস্কৃত ভাষায় গ্রন্থরচনা আরন্ধ হইয়াছিল ও এবং বাঙ্গালাভাষার উন্নতির সূচনা হইয়াছিল। এই সকল কারণের জন্য গণেশ বাঙ্গালার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে ও ভারতীয় সাহিত্যের ইতিহাসে উচ্চাসন লাভ করিয়াছেন । সম্ভবতঃ ৮১৭ হিজরায় (১৪১৪ খৃষ্টাব্দে ) তাহার মৃত্যু হইয়াছিল এবং তাহার পুত্র যত্ন জলাল-উদ্দীন মহম্মদ শাহ উপাধি ধারণ করিয়া সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । ঐতিহাসিক ষ্টয়ার্ট (Stewart) অনুমান করেন যে, যছ বা জলালউদ্দীন গণেশের মুসলমান উপপত্নীর গর্ভজাত পুত্র এবং রাজার জ্যেষ্ঠ বা একমাত্র পুত্র বলিয়া তিনি সিংহাসন লাভ করিয়াছিলেন ভরজনীকান্ত চক্রবর্তী মহাশয়ের মতানুসারে “রাজা গণেশের হিন্দুপত্নী গর্ভজাত সন্তানের সাহায্যের অভাবে রাজ্যাধিকার করিতে পারেন নাই ১৮ । তারিখ-ইফেরেশতা অনুসারে যদুর নাম জয়মল্ল বা জিতমল্প। রিয়াজ-উস-সালাতীন অনুসারে যত্ব মুসলমানধৰ্ম্মের পক্ষপাতী ছিলেন, তিনি অনেক হিন্দুকে মুসলমানধৰ্ম্মে দীক্ষিত করাইয়াছিলেন । মুসলমান ধৰ্ম্মগ্রহণহেতু তাহার পিতা যখন সুবর্ণ-ধেনুত্ৰতের অনুষ্ঠান করিয়া তাহাকে প্রায়শ্চিত্ত করাইয়াছিলেন, তখন সে সমস্ত ব্রাহ্মণ সেই সকল সুবর্ণনিৰ্ম্মিত ধেনুর অংশীদানগ্রহণ করিয়াছিলেন, যদু তাহাদিগকে গোমাংস ভক্ষণ করিতে বাধ্য করিয়াছিলেন । যদুর অনুরোধে শেখ জাহিদ সুবর্ণগ্রাম হইতে পাণ্ডুয়ায় ফিরিয়া আসিয়াছিলেন । (৪৬) মহামহোপাধ্যায় প্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতানুসারে গণেশের অভু্যদয় কাল হইতে বাঙ্গলাদেশে সংস্কৃত গ্রন্থ রচনা আরম্ভ হইয়াছিল। “এই পঞ্চদশ শতকে রাঢ়শ্রেণী মহিন্ত গই বৃহস্পতি নামে একজন বড় পণ্ডিত গৌড়ের সুলতান রাজা গণেশ ও উহার মুসলমান উত্তরাধিকারিগণের নিকট “রায়মুকুট" এই উপাধি পাইগ ছিলেন এবং তিনি একখানি স্মৃতি, অনেকগুলি কাব্যের টীকা ও অমরকোষের একখানি টীকা লিখিয়া বাঙ্গালাদেশে সংস্কৃত শিক্ষার বিশেষ উপকার করিয়া যান । তাহর অমরকোষের টীকা একখানি প্রামাণিক গ্রন্থ। তিনি ঐ টাকায় চোঁদ পনরখানি বৌদ্ধ পুস্তক হইতে প্রমাণ সংগ্ৰহ করিয়াছেন। তাহার অমরকোষের টাকার তারিখ ইংরাজি ১৪৩১ সাল।”—নারায়ণ, ২য় বৰ্ষ, পৃঃ ১৬৭ ৷ (8%) Stewart's History of Bengal. p. 94, (sv) cर्शारफ़्द्र शेष्ठिशज, दिउँौञ्च ५७, श्रृं: > । (৪৯) তারিখ-ই-ফেরেশতা, পারস্ত মূল, নওলকিশোর প্রেস, প্রথম ভাগ, পৃঃ ২৯৭ । (৫০) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১১৮।