পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞやb বাঙ্গালার ইতিহাস ইহাতে অসম্পূর্ণ তারিখ ছিল । এই মুদ্রার তারিখ “শকাব৷ ৩৬৬" দেখিয়া স্বৰ্গীয় রাধেশচন্দ্র শেঠ অনুমান করিয়াছিলেন যে, মুদ্রাটি ১৪১৭ খৃষ্টাব্দে মুদ্রিত হইয়াছিল “ । ১৯১১ খৃষ্টাব্দের পূর্বে খুলনা জেলার বাসুদেবপুর নিবাসী জনৈক মুসলমান, সমাধিখননকালে, দনুজমর্দনদেবের আর একটি রজতমুদ্রা আবিষ্কার করিয়াছিল। ইহা ১৩৩৯ শকাব্দে (১৪৯৭ খৃষ্টাব্দে ) মুদ্রিত হইয়াছিল “ । এই মুদ্রাটি সংগ্ৰহ করিয়া আনিয়া অধ্যাপক শ্ৰীযুক্ত সতীশচন্দ্র মিত্র বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রদান করিয়াছেন। খুলনা জেলার মুদ্রাটি আবিষ্কৃত হইলে প্রমাণ হইয়াছিল যে, মালদহ জেলার আবিষ্কৃত মুদ্রাটিও ১৩৩৯ শকাব্দে মুদ্রিত হইয়াছিল। পাণ্ডুনগর, পীড়য়া বা পাণ্ডুয়ার সংশোধিত অথবা প্রাচীন নাম। ১৩৩৯ শকাব্দে (১৪১৭ খৃষ্টাব্দে ৮১৯-২০ হিজরায়) পাণ্ডুয়া দনুজমর্দনদেবের অধিকারভুক্ত ছিল। ফিরোজাবাদ পাণ্ডুয়ার নামান্তর, এই ফিরোজাবাদ হইতে ৮১৮, ৮১৯,৮২২, ৮২৩, ৮২৮, ৮ ও ৮৩৪ ** হিজরায় জলাল-উদ্দীন মহম্মদ শাহের নামে রজতমুদ্র মুদ্রিত হইয়াছিল। র্তাহার নামে ৮২০ বা ৮২১ হিজরায় (১৪১৭-১৮ খৃষ্টাব্দে) মুদ্রিত কোনও মুদ্রা অ্যাবধি আবিষ্কৃত হইয়াছে বলিয়া বোধ হয় না । সম্ভবতঃ ১৪১৭ খৃষ্টাব্দ হইতে ১৪১৮ খৃষ্টাব্দ পর্য্যন্ত পাণ্ডুয়া জলাল-উদ্দীন মহম্মদ শাহের অধিকারভুক্ত ছিল না। এই সময়ে সম্ভবতঃ কায়স্থজাতীয় দনুজমর্দনদেব পাণ্ডুয়ায় স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন । রাজা গণেশ অথবা তৎপুত্র জলাল -উদ্দীন, মহম্মদ শাহের সহিত দনুজমর্দনদেবের কি সম্পর্ক ছিল তাহ জানিতে পারা যায় নাই। যদু মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিলে, বোধ হয় যে, শক্তি-উপাসক, কায়স্থকুলতিক দনুজমর্দনদেব নবদীক্ষিত মুসলমান রাজার অত্যাচারে প্রাচীন আর্য্যধৰ্ম্ম বিলোপের সম্ভাবনা দেখিয়া স্বয়ং স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন । ৮১৭ হিজরীর শেষভাগে অথবা ৮১৮ হিজরার প্রারম্ভে (১৪১৪-১৫ খৃষ্টাব্দে ) রাজা গণেশের মৃত্যু হইয়াছিল এবং যদু জলাল-উদ্দীন, মহম্মদ শাহ উপাধি গ্রহণ করিয়া সিংহাসনে (৫৫) প্রবাসী, প্রথম খণ্ড, ১৩১৯, পৃঃ ৩৮৫—৮৬ ৷ (৫৬) রঙ্গপুর সাহিত্য পরিষদ পত্রিকা, ৫ম ভাগ, পৃঃ ৭০-৭s i 5 (৫৭) প্রবাসী, ১৩:১৯, প্রথম খণ্ড, পৃঃ ৩৮৬। (ow) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II," pt. I, p. 161, Nos. 93-98. (ts) Ibid, p. 163, No. 108.