পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ সেনরাজ কি লক্ষ্মণাবতীরক্ষা আবশ্ব্যক বিবেচনা করেন নাই ? ইতিহাস-প্রসিদ্ধ গৌড়-রামাবতী-লক্ষ্মণাবতী কি বিনাযুদ্ধে বিনায়াসে মুসলমানগণের পদানত হইয়াছিল ? মুসলমানসেনা কি উপায়ে প্রশস্ত গঙ্গাবক্ষ উত্তীর্ণ হইয়াছিল ? হিন্দুর ইতিহাস নাই, মুসলমানের ইতিহাস এই বিষয়ে নীরব। সেনরাজ লক্ষ্মণাবতী রক্ষায় পরায়ুখ হইলেও বিনা যুদ্ধে সমগ্র গৌড়মণ্ডল মুসলমানগণ কত্ত্বক অধিকৃত হয় নাই । বখতিয়ার খিলজি লক্ষ্মণাবতী নগর ও তাহার চতুষ্পার্শ্বস্থিত সামান্য ভূমি মাত্র অধিকার করিয়াছিলেন। বখতিয়ারের মৃত্যুকালে বরেন্দ্রভূমির কিয়দংশমাত্র তাহার পদানত হইয়াছিল । এই সময়ে গঙ্গাতীর হইতে দেবকোট পৰ্য্যন্ত পঞ্চাশং ক্রোশ পরিমিত ভূমি তাহার অধিকারভুক্ত ছিল । গঙ্গার দক্ষিণ তীরে মুসলমানাধিকার বহুদূর বিস্তৃত ছিল না, কারণ, কামরূপ-অভিযানে যাত্রা করিবার পূৰ্ব্বে বখতিয়ার মহম্মদ শেরাণ নামধেয় জনৈক খলজ আমীরকে গৌড় হইতে দশ দিনের পথ চত্বারিংশং ক্রোশ দূরে অবস্থিত লক্ষ্মণের নগর অধিকার করিতে প্রেরণ করিয়াছিলেন? লক্ষ্মণাবতী বিজয়ের আট বৎসর পরে বখতিয়ারের স্থলাভিষিক্ত হসামূ-উদ্দীন বা গিয়াস্-উদ্দীন ইউয়জের অধিকারকালে গঙ্গার উত্তরে দেবকোট পৰ্য্যন্ত এবং দক্ষিণে লখনোর পর্য্যন্ত ভূমি মুসলমানগণ কর্তৃক অধিকৃত হইয়াছিল ৮। লক্ষ্মণসেনের বংশধরগণ তখনও পূৰ্ব্ব ও দক্ষিণ বঙ্গের অধিকারী ছিলেন ৯ । সেনরাজবংশ হীনবল হইয়া পড়িলে দক্ষিণবঙ্গ কিয়ৎকাল কলিঙ্গের গঙ্গবংশীয় রাজগণের অধিকারভুক্ত হইয়াছিল। কলিঙ্গরাজ বার বার এই পথে অগ্রসর হইয়া লক্ষ্মণাবতীর ক্ষুদ্র মুসলমানরাজ্য আক্রমণ করিয়াছিলেন । তোগ্রল তোগানর্থাৎ ও ইখতিয়ার-উদ্দীন যুজবেকৃৎ কলিঙ্গসেনা কর্তৃক পরাজিত হইয়া দিল্লীতে সম্রাটের নিকট সাহায্য প্রার্থনা করিতে বাধ্য হইয়াছিলেন । ৬৫৩ হিজরায় (১২৫৫ খৃঃ) অথবা তাহার কিয়ংকাল পূর্বে যুজবেক দক্ষিণে নবদ্বীপ ও উত্তরে বর্ধনকোট পৰ্য্যন্ত মুসলমান রাজ্যের সীমা (১৭) তবকৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃ: ৪৭৩। (Sv) ώ, وg: avs-vر س (>) ձ, *: “v (* oy ձ, शृः १०• । {३ >} do, : ۹ می i