পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট (ছ) গণেশের বংশ-পরিচয় ঐযুক্ত দুর্গাচন্দ্র সন্ন্যাল প্রণীত বাঙ্গালার সামাজিক ইতিহাস" অনুসারে খৃষ্টীয় চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে বীরেন্দ্র ব্রাহ্মণবংশীয় দুইজন রাজা গোঁড়ে পরাক্রান্ত হইয়া উঠিয়াছিলেন , উীহাদিগের একজনের নাম কংসরাম ও গণেশনারায়ণ । সান্ন্যাল মহাশয়ের বিজ্ঞাপন অনুসারে “প্রচলিত ইংরজি ও পারসী ইতিহাস, পুরাতন জমিদারদিগের সনদ, বংশানুক্রমিক কিংবদন্তী, শেখ শুভোদয় নামক গ্রন্থ, রাঢ়ীয় বরেন্দ্র ব্রাহ্মণদের কুলশাস্ত্র, বল্লালচরিত এবং ভটকবিতা এই সমস্ত মিলাইয়া যথাসাধ্য সত্যনির্ণয়পূর্বক এই গ্রন্থে সন্নিবেশিত করিয়াছি৭৮।" সান্নাল মহাশয় কর্তৃক বাচিত গ্রন্থ পাঠ করিয়া স্পষ্ট বুঝিতে পারা যায় যে, মূল পারসিক গ্রন্থসমূহ তিনি কখনও অধ্যায়ন করেন নাই এবং বারেন্দ্র কুলশান্ত্র ব্যতীত রাঢ়ীয় কুলশাস্ত্র কখনও তাহার নয়নগোচর হয় নাই। বাবেজ কুলশাস্ত্র সম্বন্ধে তিনি যে সমস্ত ঘটনার উল্লেখ করিয়াছেন, তাহার কিয়দংশ সত্য হইলেও হইতে পারে, কারণ সাতোড়, একটাকিয় প্রভৃতি নামগুলি প্রাচীন ও ঐতিহাসিক। ব:রন্দ্র কুলশাস্ত্রের ঐতিহাসিক প্রমাণ সম্বন্ধে অপর কোন গ্রন্থ না থাকায়, গণেশের বংশপরিচয় সম্বন্ধে সাম্যাল মহাশয়েব উক্তি আলোচনা করিতে বাধা হইলাম । এই গ্রন্থানুসারে, কংসরাম নামক সান্ন্যালবংশীয় জনৈক বারেক্স ব্রাহ্মণ জমিদার শমল - উদ্দীন, ইলিয়াস শাহের মৃত্যুর পর পরাক্রান্ত হইয়া উঠিয়াছিলেন । তাহার সাহায্যে ইলিয়াস, শাহের মুসলমান-পত্নীর গর্ভজাত পুত্র নিহত হইলে তাহার হিন্দু-পত্নীর গর্ভজাত পুত্র গৌড়ের সিংহাসন লাভ করিয়াছিলেন। কংসরাম অবশেষে এই সুলতানের আদেশে নিহত হইয়াছিলেন। সন্ন্যাল মহাশয়ের মতানুসারে ইলিয়াস, শাহের হিন্ধুপত্নীর গর্ভজাত পুত্রের নাম ময়জুদ্দীন, ময়জুদ্দীন, বা মুঈজ-উদ্দীন, উপাধিধারী ইলিয়াস, শাহের বংশের কোনও রাজার অস্তিত্বের সন্তোষজনক প্রমাণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। সান্ন্যাল মহাশয়ের মতানুসারে এই ময় জুদানের পুত্রের নাম গয়যুদ্দীন, এবং তাহার পুত্রের নাম সৈফুদ্দীন, সাম্যাল মহাশয় বোধ হয় ইংরাজি বা পারস্য ভাষায় রচিত ঐতিহাসিক গ্রন্থাদি অধ্যয়ন না করিয়াই বাঙ্গালার সামাজিক ইতিহাস রচনায় প্রবৃত্ত হইয়াছিলেন, সেই জন্যই ইলিয়াস, শাহের বংশপরিচয় নির্ণয় করিতে পারেন নাই। উহার মতানুসারে সৈফুদ্বীনের দুই পুত্র নসেরিং ও আজিম্। সৈফুসীমের মৃত্যুর পরে একটাকিয়ার রাজা গণেশনারায়ণ, উভয় ভ্রাতাকে পরাজিত করিয়া স্বয়ং গোঁড়রাজ্য অধিকার করিয়াছিলেন । তাহার পুত্র যন্ত্রনারায়ণ খ উহার স্বত্যুর পরে আজিম্ শাহের কস্ত। জাসমান তারাকে বিবাহ করিয়া মুসলমান ধৰ্ম্ম অবলম্বন করিয়াছিলেন। (१v) गांक्रालाग्न नामाजिक देफिशन, श्रृं? ॥/० ।। ১০-দ্বিতীয় ভাগ