পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:8') সপ্তম পরিচ্ছেদ মূল পারসিক ইতিহাস, শিলালিপি ও যুজাতত্বের প্রমাণানুসারে শমল-উদ্দীন, ইলিয়াস, শাহের পুত্রের নাম সিকদর শাহ, পৌত্রের নাম গিরাস-উদ্দীন, আজম শাহ, প্রাপত্রের DB BBBSBDDDS DDD DD DDD DD BBDD DDD DHBBSBDDS BBSBDDS হর্মুজ শাহের নসেরিৎ ( নসরৎ ) ও আজিম্ ( আজম্ ) নামক পুত্রদ্বয়ের অস্তিত্বের প্রমাণ আবিষ্কৃত হয় নাই। কংসরাম নামক কোনও দুশ্চরিত্র বারেক্সব্রাহ্মণ কৰ্মচারী, ইলিয়াস, শাহের বংশের উত্থান ও পতনের সহিত জড়িত ছিলেন কি না বলিতে পারা যায় না, থাকিলেও বাঙ্গালার ইতিহাসের সহিত উহার কোন সম্পর্ক নাই। যিনি গোঁড়দেশে হিঙ্গুর প্রাধান্য পুনঃস্থাপন করিয়াছিলেন, সাম্যাল মহাশয়ের মতানুসারে তিনি একটাকিয়ার ভাদুড়ী বংশজাত বারেক্স ব্রাহ্মণ গণেশনারায়ণ তাহার পুত্র যন্ত্রনারায়ণ মুসলমানধৰ্ম্ম অবলম্বন করিলে যন্ত্রর পুত্র অন্নপনারায়ণ একটাকিয়া রাজ্যলাভ করিয়াছিলেন । সাম্যাল মহাশয়ের এই সকল উক্তির মূল্য নিৰ্দ্ধারণের কোনও উপায় অ্যাবধি আবিষ্কৃত হয় নাই। উহার মতানুসারে তাহিরপুরের জমিদারবংশে কংসনারায়ণ নামক আকবরের সমসাময়িক একজন রাজা ছিলেন । পক্ষান্তরে প্রাচ্যবিদ্যামহার্ণব সিদ্ধাস্তবারিধি ত্রযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয় কর্তৃক প্রকাশিত কায়স্থ কুলশাস্ত্রানুসারে রাজা গণেশ দত্তখান নামে পরিচিত। বয়ুজ মহাশয়ের মতানুসারে -গণেশ উত্তররাষ্ট্ৰীয় কায়স্থ ৭৯ ৷ (৭১) ৰঙ্গের জাতীয় ইতিহাস, রাজন্তকাণ্ড, পৃঃ ৩৬৮-৬৯