পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট (জ) দনুজমর্দনের বংশ-পরিচয় প্রাচ্যবিদ্যামহার্ণব সিদ্ধাস্তবারিধি গ্রীযুক্ত-নগেন্দ্রনাথ বসু মহাশয় কায়স্থ কুলশাস্ত্র সম্বন্ধে যে কয়টি প্রবন্ধ প্রকাশ করিয়াছেন, সে কয়টিতেই বাঙ্গালার সেনরাজবংশের সহিত কণয়ৰ সমাজের সম্বন্ধ স্থাপনের চেষ্টা করিয়াছেন । সেনরাজগণ র্তাহাদিগের লেখসমূহ অনুসারে চক্রবংশীয় ক্ষত্রিয় বিশ্বাসযোগ্য। ঐতিহাসিক প্রমাণ অবলম্বন করিয়া আলোচনা করিলে র্তাহাদিকে কায়স্থ অথবা বৈদ্যজাতীয় বলা যায় না। বযুজ মহাশয় সন্দেহজনক প্রমাণের উপর নির্ভর করিয়া দুইবার সেনরাজবংশকে জাতিতে কায়স্থ প্রতিপন্ন করিবার চেষ্টা করিয়াছিলেন, সেইজন্য প্রতিবারেই তাহার চেষ্টা ব্যর্থ হইয়াছে। ১৮৯৬ খৃষ্টাব্দে বসুজ মহাশয় চন্দ্রদ্বীপের ঘটকগণের কারিক অনুসারে চন্দ্রদ্বীপ রাজবংশের প্রতিষ্ঠাতা দলোঁজামাধবদেবকে লক্ষ্মণসেনের পৌত্র প্রতিপন্ন করিবার চেষ্টা করিয়াছিলেন ৮° । কিন্তু দনুজমর্দনদেবের মুদ্র আবিষ্কৃত হইলে প্রমাণ হইয়াছিল যে, চন্দ্রদ্বীপ রাজবংশপ্রতিষ্ঠাতা লক্ষ্মণসেনের পৌত্র হইতে পারেন না, কারণ তিনি ১৩৩৯ শকাব্দে (১৪১৭ খৃষ্টাব্দে ) জীবিত ছিলেন ৮১ ৷ ইহার পরে দনুজমর্দন ও মহেন্দ্রদেবের মুদ্র প্রকাশিত হইলে সেনবংশের সহিত কায়স্ক সমাজের স্বতন সম্বন্ধ আবিষ্কারের প্রয়োজন হইয়াছিল। তদনুসারে বটুভট্টের দেববংশ নামক কুলগ্রন্থ আবিষ্কৃত হইয়াছিল। মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী, সি, আই, ই, মহাশয়ের প্রবল আনুকূল্য সত্ত্বেও খ্ৰীযুক্ত ষ্টেপল টন কর্তৃক আবিষ্কৃত মুদ্রাসমূহ দ্বারা স্পষ্ট প্রমাণ হইয়াছে যে, বটুভটের “দেববংশ" নামক গ্রন্থের উক্তি বিশ্বাসযোগ্য নহে ৮২ । দেববংশ অনুসারে “দেবেন্ত্রদেবের ঔরসে মহেন্দ্রদেব জন্মগ্রহণ করেন। তিনি মুসলমানদিগকে দূরীভূত করিয়া এবং কংসকুল নিহত করিয়া পাগুনগরের আধিপত্য লাভ করিয়াছিলেন। তৎপুত্র মহাশক্তি মহাবীর দনুজমর্দনদেব গোঁড়রাজ্য পৱিত্যাগ করিয়া ভাৰ্য্যাপুত্রসহ গুরুর আদেশে সমুদ্রকুলে চন্দ্রদ্বীপে আসিয়া রাজধানী করেন ৮ও " (wo) Journal of the Asiatic Society of Bengal, Old Scries, Vol. IXV, 1896, pt. I, p. 35. (৮১) প্রবাসী, প্রথম খণ্ড, ১৩:১৯, পৃঃ ৩৮৬ ৷ (৮২) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পরিশিষ্ট (ঙ), পৃ: ১২৮-১৩২ ৷ (४७) बाजद्र जीउँौग्न हैठिशंग, ब्रांजछकां७, शृंः ७७१ ।।