পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ ১৫৩ চৈত্রমাসের কৃষ্ণ ষষ্ঠীতে দেবসিংহদেবের মৃত্যু হইয়াছিল। এই শ্লোকটি বিদ্যাপতি রচিত বলিয়া প্রবাদ আছে শ্ৰীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশয়ের গণনা অনুসারে ১৩৩৪ শকাব্দে ( ১৪১৩ খৃষ্টাব্দে ) দেবসিংহদেবের মৃত্যু হইয়াছিল ২• । দেবসিংহদেবের পুত্র শিবসিংহ পিতার মৃত্যুর পরে মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন, বিদ্যাপতি রচিত ভূ-প্রদক্ষিণ অনুসারে শিবসিংহদেবের পিতার নাম দেবসিংহ ২১ এবং পুরুষপরীক্ষা অনুসারে শিবসিংহদেবের অপর নাম “রূপনারায়ণ” ২২ । তাহার প্রধান মহিষীর নাম লখিমী দেবী বা লছিমা দেবী ২৩ ৷ এতদ্বার্তত সুখম দেবী ২৮ মধুমতী দেবী ২, সুরম দেবী ২৬, রূপিণী দেবী ২৭, মেধা দেবী ২৮ এবং মোদবর্তী দেবী ২৯ নায়ী তাহার অপর ছয় পত্নীর নাম আবিষ্কৃত হইয়াছে । মধুমতী নামী কাব্য প্রকাশের টাকা-রচয়িত রবির পিতামহ অচ্যুত শিবসিংহদেবের মন্ত্রী ছিলেন । (>&) অললরংধকর লঙ্কন নরবর্হ সক সমৃদ্ধ কর (পুল ? ) অগিনি সসী। চতকারি ছঠি জেঠা মিলিও বার বেহুল্পই জীউলসী ॥ —পরিষদ গ্রন্থাবলী, ২৪, পৃঃ ৫৩১ । (so) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 419. (as) Ibid. (২২) পুরুষপরীক্ষা, দ্বিতীয় পরিচ্ছেদ ; পদাবলী নং ২১, পৃ: ১৫ । (২৩) পদাবলী নং ২৩, পৃঃ ১৬ নং ১৯ পৃ: ১৪, নং ১৭, পৃ: ১২ ৷ (২৪) ঐ নং ১২৭, পৃঃ ৮১, নং ৪৬৭, পৃঃ ২৮৬। (২৫) “ ঐ নং ১৮৬, পৃঃ ১১৪ ৷ (২৬) ঐ নং ৩০৯, পৃঃ ১৮৮, নং ৫২৩, পৃঃ ৩২১। (২৭) ঐ নং ৬৭৮, পৃ: ৪৫৬ ৷ (২৮) ঐ নং ৬০, পৃঃ ৩৯ ৷ (१s) षॆ ब९ ७१९, शृः 8ss । (**) Peterson's Third Report on the search of Sanskrit Manuscripts in the Bombay Presidency, r. 332.