পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S&8 বাঙ্গালার ইতিহাস পদাবলীতে মহেশ্বরদেব ৩৯ ও রতিধরদেব ৩২ নামক দুইজন মন্ত্রী এবং শঙ্কর নামক ৩৩ উচ্চপদস্থ রাজকর্মচারীর নাম পাওয়া যায়। বিদ্যাপতির পুরুষপরীক্ষা অনুসারে তিনি গৌড়েশ্বর ও গজ্জনেশ্বরের সহিত যুদ্ধে যশোলাভ করিয়াছিলেন • । শিবসিংহদেবের রাজ্যকালে রাজা গণেশের পুত্র জলালউদ্দীন মহম্মদ শাহ গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। গজ্জনেশ্বর শব্দে বিদ্যাপতি বোধ হয় গজনী-রাজের উল্লেখ করিয়াছেন। খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীতে মিথিলার কোনও রাজার সহিত গজনী-রাজের যুদ্ধ অসম্ভব এবং দিল্লীশ্বরের সহিত যুদ্ধও অসম্ভব। অনুমান হয়, জৌনপুরের শাকবিংশীয় সুলতান ইব্রাহিম শাহের সহিত শিবসিংহের যুদ্ধ হইয়াছিল। শিবসিংহ কর্তৃক প্রদত্ত একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে, ইহা সন ৮০৭, বিক্রম সম্বৎসর ১৪৫৫, শকাব্দ ১৩২১ ও ২৯২ লক্ষ্মণ সম্বৎসরে প্রদত্ত হইয়াছিল, কিন্তু অধিকাংশ প্রত্নলিপিতত্ত্ববিদগণের মতানুসারে ইহা কৃত্রিম ও । এই তাম্রশাসন দ্বারা শিবসিংহদেব কবি বিদ্যাপতিকে বিসপী গ্রাম দান করিয়াছিলেন । ২৯১ লক্ষ্মণ সম্বৎসরে শিবসিংহদেবের রাজ্যকালে বিদ্যাপতির আদেশে শ্রীধরের কাব্যপ্রকাশবিবেক নকল করা হইয়াছিল ৩৬ । বিদ্যাপতি রচিত যে শ্লোকটিতে দেবসিংহদেবের মৃত্যুর তারিখ আছে, তদনুসারে শিবসিংহদেব মুসলমানগণ কর্তৃক আক্রান্ত হইয়াছিলেন । বিদ্যাপতি রচিত পদাবলীতে ত্রিপুরসিংহ এবং তৎপুত্র অর্জুনরায়ের উল্লেখ আছে ৩৮। (৩১) পদাবলী, পরিষদ গ্রন্থাবলী নং ৭৬, পৃ: ৪৯ নং ৬০৯, পৃ. ৩৫৮, নং ৮০৩, পৃ: ৪৭৯ । (૭૨) હો নং ৩৩৩, পৃঃ ২০৫ । (ee) శ్రీ নং ৩৫৭, পৃঃ ২৯৯ । (৩৪) পুরুষপরীক্ষা, শেষ শ্লোক নং ৩, শৈব্যৰ্ব্বস্বসার, ৫ম শ্লোক । (•*) Proceedings of the Asiatic Society of Bengal, 1895, pt. III; Indian Antiquary, Vol. XIV, 1885, p. 190; Epigraphia Indica, Vol. V, Appendix, p. 79. No. 578. e (৩৬) গভর্ণমেন্টের পুথি, পৃঃ ১১৭ ক। (৩৭) পদাবলী, পরিষদ গ্রন্থাবলী ২৪, পৃঃ ৫৩১। (ev) ձ, म९ s>, १ः ७s ; न९७००, शृं: sve; ब६१२०, १: ses; म९१९० નૃ. ૬૭૭