পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$&& বাঙ্গালার ইতিহাস শক্তিসিংহদেব তাহার উত্তরাধিকারী ছিলেন। শক্তিসিংহের পরে মদনসিংহদেব তীরভূক্তির অধিকার লাভ করিয়াছিলেন। মদনসিংহদেবের রাজ্যকালে ১৫১১ বিক্রম সম্বৎসরে (১৪৫৩-৫৪ খৃষ্টাব্দে ) চম্পকারণ্য নগরে অমরকোষের একখানি পুথি নকল করা হইয়াছিল। এই গ্রন্থের পুম্পিকায় মদনসিংহদেবের ব্রাহ্মণবংশের উৎপত্তির এবং তাহার বিরুদ “দৈত্যনারায়ণের” উল্লেখ দেখিতে পাওয়া যায় ৩৩৯ লক্ষ্মণ সম্বৎসরে (১৪৫৭ খৃষ্টাব্দে ) গোরক্ষপুরে সিপাহকটক নামক স্থানে মদনসিংহদেবের রাজ্যকালে নরসিংহ পুরাণের একখানি পুথি নকল করা হইয়াছিল’ । মদনসিংহ দেবের আদেশে “মদনরত্নপ্রদীপ" নামক একখানি গ্রন্থ কাশীতীর্থ নিবাসী বিশ্বনাথ নামক একব্যক্তি কর্তৃক প্রণীত হইয়াছিল । এই গ্রন্থের কিয়ংদশ মাত্র আবিষ্কৃত হইয়াছে এবং ইহার পুম্পিক হইতে অবগত হওয়া যায় যে, মদনসিংহের পিতার নাম শক্তিসিংহ। শক্তিসিংহের বিরুদ “কোদণ্ডপরশুরাম” এবং মদনসিংহ সম্ভবতঃ “মদনরত্নপ্রদীপ” রচনায় সাহায্য করিয়াছিলেন ৪৮ মিথিলায় শিবসিংহের ন্যায় তাঁরভুক্তিতে মদনসিংহদেব স্বাধীনতার চিহ্নস্বরূপ নিজনামে তাম্রমুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন। এই সকল মুদ্রা গোরক্ষপুরে, উত্তর পশ্চিম প্রদেশে ও পঞ্জাবে আবিষ্কৃত হইয়াছে মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী, সি, আই, ই, মহাশয়ের মতানুসারে মদনসিংহদেব খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীতে দিল্লীপ্রদেশে প্রবল হইয়া উঠিয়াছিলেন, কারণ লণ্ডনে ইণ্ডিয়া আপিসে রক্ষিত মদনরত্নপ্রদীপের সময় নির্ণয়োদ্যোত নামক প্রথম উদ্যোতে গ্রন্থারম্ভে দুইটি শ্লোকে দিল্লীর নাম আছে “ । এই পুথিখানি খণ্ডিত এবং ইহার ষষ্ঠ ও সপ্তম শ্লোকে দিল্লীর নাম আছে । ইহার পরে চতুর্দশটি শ্লোক নাই । দ্বাবিংশ শ্লোকে মদনসিংহের নাম আছে । ইণ্ডিয়া আণপিসে যে (ow) Ibid, pp. 50-51 (9) I (ss) Ibid, p. 29 (w) (sv) মদনরত্নপ্রদীপে eraf 5 vēstwffs: – Ibid, p. 223, No. 1236. (88) V. A. Smith's Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. I, p. 293, Nos. 1-3; Journal of the Asiatic Society of

  • Bengal, Old Series, Vol. LXVI, 1897, pt. I, p. 310.

(to) Catalogue of Palmleaf & Selected Paper Manuscripts, Durbar

  • Library, Nepal, p. XVIII.