পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্টম পরিচ্ছেদ $&ధి সমস্ত সংস্কৃত গ্রন্থ রক্ষিত আছে তৎসমুদায়ের তালিকার এগুলিং (Julius Eggeling ) মদনরত্নপ্রদীপের প্রথম উদ্যোতের যে কয়টি শ্লোক তালিকায় মুদ্রিত করিয়াছেন, তাহার কোনটিতে মদনসিংহদেবের সহিত দিল্লীর কোন সম্বন্ধের উল্লেখ নাই ষষ্ঠ ও সপ্তম শ্লোকে দিল্লীর নাম ও দ্বাবিংশ মোকে মদনসিংহের নামে দেখিয়া পূজ্যপাদ শাস্ত্রী মহাশয় অনুমান করিয়াছেন যে, তিনি দিল্লীর রাজা ছিলেন। এগ্‌লিং রচিত ইণ্ডিয়া আপিসের পুথির তালিকায় কোনও স্থানে মদনসিংহ দিল্লীশ্বর রূপে উল্লিখিত হন নাই । শাস্ত্রী মহাশয়ের মতানুসারে মহমুদ তোগলকের মৃত্যুর পরে দিল্লী নগর ও দিল্লী প্রদেশ রাজপুত ও আফগানগণের লীলাক্ষেত্র হইয়াছিল এবং মদনসিংহ এই সময়ে দিল্লী প্রদেশে একজন পরাক্রান্ত সামন্ত ছিলেন । মদনসিংহের সহিত দিল্লীর সম্পর্ক কি এবং কি কারণে ১৪১২ খৃষ্টাব্দে মহমুদ তোগলকের মৃত্যুর পরে তাহার আবির্ভাবকাল নির্দিষ্ট হইয়াছে, তাহা এগ্‌লিং-এর তালিকায় ও মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী সি, আই, ই, মহোদয়-বিরচিত নেপালরাজের গ্রন্থাগারের তালিকাদ্বয়ে দেখিতে পাওয়া যায় না । প্রমাণাভাবে শক্তিসিংহের পুত্র মদন সিংহকে দিল্লী প্রদেশের রাজপুত জাতীয় রাজা বলিয়া স্বীকার করা যায় না। মদনসিংহের পরে তীরভূক্তি বা পশ্চিম মিথিলারাজ্যের কি অবস্থা হইয়াছিল তাহা জানা যায় না । পদ্মসিংহের মৃত্যুর পরে ভবসিংহের অপর পুত্র হরসিংহদেব মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন । বিদ্যাপতি রচিত বিভাগসারে*২, বাচস্পতিমিশ্র রচিত কৃত্যমহার্ণবে:৫৩ ও মহাদাননির্ণয়ে, • • মিসরু-মিশ্রের বিবাদচন্দ্রে এ (**) Julius Eggeling's Catalogue of the Sanskrit Manuscripts in the Library of the India office, London, 1891, pt. III, p. 537 A, No, 1681-416 B. (**) Rajendraiala Mitra, Notices of Sanskrit Manuscripts, Vol. VI, p. 68, No. 2037. (de), bid, Vol. V, p. 202, No. 1886. (88) Buddhist Sanskrit Manuscripts from Nepal, p. 122, asso & I (**) Catalogus of Manuscripts in the Sanskrit College Library, Calcutta, pt. II, p. 116, diR • l