পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ S&షి শ্ৰীনিবাস রচিত সেতুদৰ্পণী নামক সেতুবন্ধ নামধেয় একখানি প্রাকৃত কাব্যের টীকা নকল করা হইয়াছিল ৬৩ ৷ ‘ উাহার রাজ্যকালে র্তাহার কনিষ্ঠ-ভ্রাতা ভৈরবেন্দ্র বা ভৈরবসিংহ গৌড়েশ্বরকে পরাজিত করিয়াছিলেন •• । কথিত আছে যে, ভৈরবেন্দ্রের পরামর্শে গৌড়েশ্বরের প্রতিনিধি কেদার রায় মিথিলারাজের পক্ষ অবলম্বন করিয়াছিলেন •• । ধীরসিংহের অন্ততঃ একটি পুত্র ছিল, তাহার নাম রাঘবেন্দ্র। রাঘবেক্সের পুত্র গদাধর তন্ত্র-প্রদীপ রচনা করিয়াছিলেন । ধীরসিংহের মৃত্যুর পরে তাহার কনিষ্ঠ ভ্রাতা ভৈরবেন্দ্র বা ভৈরবসিংহ মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন । বিদ্যাপতির রচিত দুর্গাভক্তিতরক্ষিণীতে ভৈরবেন্দ্র প্রশংসিত হইয়াছেন । তাহার “রূপনারায়ণ” ও “হরিনারায়ণ” এই দুইটি বিরুদ ছিল । রুচিপতি রচিত অনর্থরাঘবটকায়, বাচস্পতি মিশ্র রচিত দ্বৈতনির্ণয়ে, কৃত্যমহার্ণবে, মহাদাননির্ণয়ে, শূদ্রাচীরচিন্তামণিতে ও পিতৃভক্তিতরঙ্গিণীতে এবং বৰ্দ্ধমান রচিত দণ্ডবিবেকে ও গঙ্গাকৃত্যলিবেকে ভৈরবসিংহের নাম দেখিতে পাওয়া যায় । তাহার এক পত্নীর নাম জয়া বা জয়াড়া দেবী । ইহার পৃত্রের নাম রাজাধিরাজ পুরুষোত্তমদেব এবং ইহার আদেশে বাচস্পতি মিশ্র দ্বৈতনির্ণয় নামক স্মৃতিগ্রন্থ রচনা করিয়াছিলেন ১৮ । বাচস্পতি মিশ্র তাহার পারিষদ ( কৰ্ম্মচারী) ৬৯ ও বদ্ধমান উপাধ্যায় তাহার ধৰ্ম্মাধিকরণিক বা বিচারপতি ছিলেন । • । তাহার রাজ্যকালে রুচিপতি অনর্থরাঘব টকা, বাচস্পতি মিশ্র ব্যবহার চিন্তামণি, কৃত্যমহার্ণব ও মহাদাননির্ণয় এবং বৰ্দ্ধমান উপাধ্যায় দণ্ডবিবেক রচনা করিয়াছিলেন । ভৈরবসিংহদেব তুলাপুরুষ মহাদান করিয়াছিলেন, শত শত পুষ্করিণী খনন করাইয়াছিলেন এবং (*) Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 426, Note 1. (७s) चनर्दब्राषद गैक (निर्मग्न जांश्रृंद्र (थज, (शांत्रांहे ), श्रृं: २ dब्रांक ७ ।। (৬৫) দণ্ডবিবেক এসিয়াটিক সোসাইটির পুথি, পৃঃ ১শ্লোক ৪ । (*) Journal a Proceedings of the Asiatic Soceity of Bengal, New iSeries, Vol. XI, pp. 424-425. (**) Ibid, p. 426. (*) Notices of Sanskrit Manuscripts, Vol. I, p. 149, No. 275. (es) Ibid, Vol. VI, p. 22, No. 2015. Ac DDBBBB SBBBB BBBBB BBBS B GgS GAAAS AAAAA AAAS SAAA AAAA AA