পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬O বাঙ্গালার ইতিহাস এবং ব্রাহ্মণগণকে বহু নগর ও পত্তন দান করিয়াছিলেন ভৈরবেক্রের কনিষ্ঠ ভ্রাতার নাম চন্দ্রসিংহ । বিদ্যাপতি রচিত দুর্গাভক্তিতরঙ্গিণীতে ৭২ এবং মিসরুমিশ্র রচিত বিবাদচন্দ্রে ও পদাৰ্থচন্দ্ৰে চন্দ্ৰসিংহের নাম আছে । চন্দ্রসিংহের পত্নীর নাম লখিম! দেবী বা লছিমা দেবী, তাহার অাদেশে মিসরুমিশ্র বিবাদচন্দ্র ও পদার্থচন্দ্র রচনা করিয়াছিলেন " & । ভৈরবসিংহদেবের মৃত্যুর পরে তাহার পুত্র রামভদ্রদেব মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন । রামভদ্রদেবের অপর নাম রূপনারায়ণ । তাহার রাজাকালে বাচস্পতি মিশ্র পিতৃভক্তিতরঙ্গিণী এবং বৰ্দ্ধমান উপাধ্যায় গঙ্গাকৃত্যবিবেক ও তত্ত্বামৃতসারোদ্ধার রচনা করিয়াছিলেন গয়া নিবাসী স্ত্রীরামভট্ট তীর্থযাত্রাকালে তীরভূক্তিতে গমন করিয়াছিলেন, এই কথা তিনি ভদ্রচিত বিদ্বৎপ্ৰবোধিনী নাম্নী সারস্বত ব্যাকরণের টীকায় লিপিবদ্ধ করিয়াছেন রামভদ্রদেবের রাজ্যকালে রাজবংশীয় গদাধর তন্ত্র-প্রদীপ রচনা করিয়াছিলেন । গদাধরের আদেশে ৩৭২ লক্ষ্মণ সম্বৎসরে ( ১৪৯১ খৃষ্টাব্দে ) ভোজদেব রচিত বিবিধবিদ্যাবিচারচতুর, ১৮ ১৪২৬ শকাব্দে (১৫০৪ খৃষ্টাব্দে ) ৩৭৪ লক্ষ্মণ সম্বৎসরে কৃত্যকল্পতরুর দানকাণ্ড নকল করা হইয়াছিল। ৩৭৬ লক্ষ্মণ সম্বৎসরে (১৪৯৬ খৃষ্টাব্দে ) গঙ্গাকৃত্যবিবেক ** নকল শেষ হইয়াছিল । (৭১) মহাদাননির্ণয়, শ্লোক ৭ { (৭২) গভর্ণমেন্টের পুথি, নং ৪৭৬০, পৃঃ ১৯ ক। (**) Catalogue of Sanskrit Manuscripts in the Sanskrit College Library, Calcutta, pt. II, p. 107. ● (a8) Notices of Sanskrit Manuscripts, Vol. IX, p. 12, No. 290, (**) Catalogue of Sanskrit Manuscripts in the Sanskrit College. Library, Calcutta, p. 117. (aw) reatsråd ("f", as van f: vs s: Catalogue of Sanskrit Manuscripts in the British Museum, London, pp. 75-76; Notices of Sanskrit Manuscripts, Vol. VI, p. 57, No. 2030. (*) Catalogue of Sanskrit Manuscripts in the India Office Library, London, p. 214, No. 804,

  • (*) Notices of Sanskrit Manuscripts in the Durbar Library.

Nepal, p. 65. محمي (৭৯) গভর্ণমেণ্টের পুথি, নং ৪৯২৬ পৃঃ ১৩১ ক ।