পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ s বংশের রাজ্যকাল, ইতিহাসের তমসাচ্ছন্ন যুগ, মুসলমান রচিত ইতিহাসে এই যুগের বিবরণ সঙ্কলিত হয় নাই। শিলালিপি, প্রাচীন মুদ্রা ও মিশরদেশীয় পৰ্য্যটক ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত,২৮ এই যুগের ইতিহাস রচনার উপাদান । সুলতান শমস্-উদ্দীন ফিরোজ শাহের একটি রজতমুদ্রায় সোণারগাও বা সুবর্ণগ্রামের নাম আছে কিন্তু ইহাতে তারিখ নাই ২৯ । এইমাত্র বলিতে পারা যায় যে, ফিরোজ শাহের রাজ্যকালে কোন সময়ে পূৰ্ব্ববঙ্গের সেনরাজ বংশের অধিকার মুসলমানগণের করকবলিত হইয়াছিল। বখতিয়ার কর্তৃক লক্ষ্মণাবতী অধিকৃত হইলে প্রায় সপাদ শতবর্ষকাল সেনবংশীয় রাজগণ পূৰ্ব্ববঙ্গে রাজ্যাধিকার ভোগ করিয়াছিলেন। পূবাদক্ষিণে আরাকাণের মগজাতির ও পশ্চিমে মুসলমানের অধিকার ছিল । উভয়দিক্ হইতে বার বার আক্রান্ত হইয়া সেনরাজগণ ক্রমশঃ হীনবল হইয়া পড়িয়াছিলেন । মাধব সেন, বিশ্বরূপ সেন ও কেশব সেনের উত্তর পুরুষগণের নাম অদ্যাবধি আবিষ্কৃত হয় নাইও । মুসলমান বিজয়ের পরবর্তীকালে সেনবংশীয় যে সমস্ত রাজা পূৰ্ব্ববঙ্গে রাজত্ব করিয়া গিয়াছেন, তাহাদিগের দুর্দশার সীমা ছিল না। মুসলমান ও মগের সহিত যুদ্ধের বিরাম ছিল না। বিধৰ্ম্মীর সহিত যুদ্ধ মুসলমানের পক্ষে ধৰ্ম্মযুদ্ধ, মুসলমান সেনা অবসর পাইলেই হিন্দুরাজ্য আক্রমণ করিত। কখনও সন্ধি স্থাপিত হইত না, সুতরাং মুসলমান রাজ্যের সীমান্তস্থিত হিন্দুরাজ্যে শান্তি ছিল না। মুসলমানগণ হিন্দুরাজা লুণ্ঠন অন্যায় মনে করিতেন না, বিশেষতঃ তুরুষ্কজাতীয় মুসলমান ধ্বংসে ও লুণ্ঠনে বিশেষ পারদর্শী। মুসলমানরাজ্যের সীমান্তে অবস্থিত হিন্দুরাজ্যের গ্রাম ও নগরগুলি অচিরে ধ্বংস হইত এবং অধিবাসিগণ পলায়ন করিয়া আত্মরক্ষা করিত। এইরূপে মুসলমানের (Sv) The Travels of Ibn Batuta, Oriental translation, fund by Samuel Lee, London, 1829. (SS) Thomas, Chronicles of the Pathan Sultans of Delhi, p. 194, No. 127. (es) তোগ্রলের বিদ্রোহ দমন করিতে বলবন যখন বাঙ্গালায় আসিয়াছিলেন তখন দনুজরায় নামক যুবর্ণগ্রামের একজন রাজা জাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। Elliot's History of India, vol. III, p. 116. StefA IGK »*»» »FftT »**» খৃষ্টাব্দে মধুসেন নামক একজন মরপতি জীবিত ছিলেন। তিনি সম্ভবতঃ পূৰ্ব্ববঙ্গের সেনবংশীয় ब्रांज !-नांब्रांग्नर्भ, २ब्र वर्ष, शृं: >७e ।