পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ বাঙ্গালার ইতিহাস শমসূ-উদ্দীন ইলিয়াস শাহের পৌত্র ৮• । তারিখ-ই-ফেরেশতা অনুসারে নাসির-উদ্দীন সিংহাসন লাভের পূর্বে কৃষিকার্য্যে নিযুক্ত ছিলেন - ! এতদ্ব্যতীত রিয়াজ-উস-সালাতীনে, তাহার রাজ্যকালের অপর কোনও ঘটনার উল্লেখ নাই। রিয়াজ-উস-সালাতীন অনুসারে গৌড়ের দুর্গ এবং গৌড়ের কতকগুলি ইমারং সুলতান নাসির-উদ্দীন মহমুদ কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল ৮৬ ৷ ভরজনীকান্ত চক্রবর্তী মহাশয়ের মতানুসারে গৌড় নগরের দক্ষিণদিকের প্রাকারে বর্তমান মহদীপুর গ্রামের নিকটে অবস্থিত সেলামী দরওয়াজ বা কোংওয়ালী দরওয়াজা নাসির-উদ্দীন মহমুদ শাহ কত্ত্বক নিৰ্ম্মিত হইয়াছিল ৮৭ ৷ এই তোরণের ধ্বংসাবশেষ মাত্র বিদ্যমান আছে । ইহার নিম্নের পথ প্রায় দ্বাদশ হস্ত প্রশস্ত : ক্রেটন (Creighton ) যখন গৌড়ে ছিলেন, তখনও এই বিশাল তোরণের খিলান বিদ্যমান ছিল । ক্রেটনের গ্রন্থে ইহার চিত্র প্রদত্ত হইয়াছে ৮৮ ৷৷ ৮৪৭ হিজরায় ( ১৪৪৩ খৃষ্টাব্দে ) রমজান মাসে উলুগ সরফরাজ খুঁ কর্তৃক মুর্শদাবাদ জেলায় দুইটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল । বন্ধুবর শ্ৰীযুক্ত গুরুদাস সরকার এম-এ, মুর্শদাবাদ জেলায় জঙ্গীপুর মহকুমার এই মসজিদদ্বয়ের শিলালিপি আবিষ্কার করিয়াছেন। উভয় শিলালিপিতেই নাসির-উদ্দীন মহমুদ শাহের নাম আছে ৮১ ৷ ওয়েষ্টমেকটু গৌড়ের দুর্গের নিকটে একটি সমাধির উপরে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে হিলাল নামক একব্যক্তি ৮৫৯ হিজরায় শাবান মাসে, উনবিংশ দিবসে (৪ঠা আগষ্ট ১৪৫৫ খৃষ্টাব্দে ) একটি মসজিদ (৮৪) রিয়াজ-উস-সালাতান , ইংরাজি অনুবাদ, পৃঃ ১১৯ ৷ (৮৫) তারিখ-ই-ফেরেশতা, পারস্ত মূল, ৭ম ভাগ, পৃঃ ২৯৮ । (৮৬) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১২০ ৷ (४१) ८ो सुग्न हेठिहोज, डौिग्न थ७, भूः ४० । (sv) Creighton’s Ruins of Gour, pl. IV. (৮৯) বন্ধুবর গ্রীযুক্ত গুরুদাস সরকার মুর্শদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার যতগুলি পারসী ও আরবী শিলালিপি আবিষ্কার করিয়াছেন, সেগুলি প্রবন্ধী কারে Journal & peeds of the Asiatic Society of Bengal, New Series also श्रृंङ्गिकोझ efşifrs vềzvērg i sè els Esty Rta “Some Traditions about Sultan Alauddin Husain Shah & notes on some Arabic Inscriptions from Murshidabad.