পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ ડે૭8 আছে, তাহা এই মহমুদাবাদ কি না বলিতে পারা যায় না । এই সময় হইতে বাঙ্গালা দেশের মুদ্রায় ফিরোজাবাদ অথবা সুবর্ণগ্রামের নাম দেখিতে পাওয়া যায় না। রিয়াজ-উস্-সালাতন অনুসারে নাসির-উদ্দীন মহমুদ শাহ দ্বাত্রিংশ বর্ষ গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন , । ৮৬৩ হিজরার পরে, সম্ভবতঃ ৮৬৪ হিজরার প্রারম্ভে নাসির-উদ্দীন মহমুদ শাহের মৃত্যু হইয়াছিল এবং তাহার পুত্র রুকন-উদ্দীন বারবক শাহ গৌড়ের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। নাসির-উদ্দীন মহমুদ শাহের রাজ্যকাল-সম্বন্ধে গোলাম .হাসেনের উক্তি গ্রহণ করিলে স্বীকার করিতে হয় যে, তিনি অন্ততঃ ৮৩৭ হিজরায় অর্থাৎ শমস্-উদ্দীন আহমদ শাহের জীবদ্দশায় স্বাধীনতা ঘোষণা পরিয়াছিলেন এবং কিয়ংকাল তাহার প্রতিদ্বন্দ্বিস্বরূপ গোঁড়রাজ্যের অধিকার লইয়া বিবাদে প্রবৃত্ত হইয়াছিলেন । র্তাহার রাজোৰ শেষভাগে খ জহান নামক একব্যক্তি দক্ষিণবঙ্গের বনময় প্রদেশ জয় করিয়াছিলেন । খুলনা জেলায় বাগেরহাটে তাহার সমাধি আছে । জিলহিজ মাসে, সপ্তদশ দিবসে, বুহস্পতিবারে, ৮৬৩ হিজরায় ( ২৪ শে অক্টোবর ১৪৫৯ খৃস্টাব্দে ) খী জহানের দেহ সমাহিত হইয়াছিল ৫ । রুকন-উদ্দীন বারবক শাহ পিতার জীবদ্দশায় দক্ষিণবঙ্গের সম্ভবতঃ সপ্তগ্রামের শাসনকর্তা ছিলেন। ৮৬০ হিজরায় মহমুদ শাহের পুত্র বারবক শাহের রাজ্যকালে রাজা স্তঃপুর-রক্ষক সাজলো মনুখাবাদ প্রদেশের এবং লাউবল নগরের সর্লস্কর (সেনাপতি) ও উজীর ইকরার খার সেনাপতি উলুগ আজমল খাঁ কত্ত্ব’ক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল । ৫.উ নগর বর্তমান সময়ে লাউপালা নামে পরিচিত, ইহা চব্বিশ পরগণা জেলার হাবিলি সহর পরগণায় অবস্থিত ৭ । চতুৰ্ব্বিংশতিতম তীর্থঙ্কর মহাবীর বৰ্দ্ধমানের পাষাণ-প্রতিমার পশ্চাদেশে এই শিলালিপি উৎকীর্ণ হইয়াছিল * (৪) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃ: ১২০। (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XXXVI, 1867, pt. I, p. 135. (*) Ibid, Vol. XXXIX, 1870, pt. I, p. 290. (*) Ibid, p. 294, note, (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, *New Series, Vol. V, p. 249.