পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳՀ বাঙ্গালার ইতিহাস কেহ অনুমান করেন যে, গৌড়ের তাতিপাড়া মসজিদে এই শিলালিপি সংলগ্ন ছিল । ইউসফ শাহের রাজ্যকালে রাঢ়ে পাণ্ডুয়ার হিন্দুরাজ্য বিজিত হইয়াছিল এবং সূৰ্য্য ও নারায়ণের মন্দির, মসজিদ ও মিনারে পরিণত হইয়াছিল। ব্রহ্মশিলা-নিৰ্ম্মিত প্রকাণ্ড সূৰ্য্যমূৰ্ত্তির পশ্চাদেশে উৎকীর্ণ আরবী শিলালিপি অনুসারে ইউসফ শাহের রাজ্যকালে বুধবারে, মহরম মাসের প্রথম দিবসে ৮৮২ হিজরায় (১৫ই এপ্রিল ১৪৭৭ খৃষ্টাব্দে ) একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৪১ ৷ এই মসজিদের ধ্বংসাবশেষ বর্তমান সময়ে বাইশ দরওয়াজন নামে পরিচিত এবং ইহাতে হিন্দুমন্দিরের বহু শিলাস্তম্ভ ও অন্যান্য ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায় ২ । এই মসজিদের বেদী বা মিম্বর একটি হিন্দুমন্দিরের গর্ভগৃহ । পাণ্ডুয়ার বিখ্যাত মুসলমান সাধু নূর কুতব-উল-আলমের সমাধির নিকটে একটি মসজিদ আছে, ইহার শিলালিপি অনুসারে এই মসজিদটি শুক্রবারে, ৮৮৪ হিজরার রজব মাসের বিংশতি দিবসে (৮ই অক্টোবর ১৪৭৯ খৃষ্টাব্দে ) শমস্-উদ্দীন ইউসফ শাহের রাজ্যকালে মজলিস্-উল-মজালিস্ উপাধিধারী জনৈক মুসলমান ওমরাহ কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল ৩। উক্তবর্ষে ইউসফ শাহ কর্তৃক গৌড়ে মহদীপুর এবং ফিরোজপুর গ্রামদ্বয়ের মধ্যে দরাসবাড়ী বা বিদ্যালয় নামক স্থানে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল । এই মসজিদের বৃহদাকার শিলালিপি, ১৮৭৬ খৃষ্টাব্দে মসজিদের ধ্বংসাবশেষ খননকালে আবিষ্কৃত হইয়াছিল এবং ইহা সৈয়দ ইলাহি বখশ আঙ্গরেজাবাদী কর্তৃক পঠিত হইয়াছিল কনিংহাম এই শিলালিপির প্রতিলিপি প্রকাশ করিয়াছিলেন এবং ইহা বৰ্ত্তমান সময়ে কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে । ঢাকা হইতে সাৰ্দ্ধ তিন ক্রোশ দূরে মীরপুরে শাহ আলীবোগদাদীর দরগাহে একখানি শিলালিপি আছে, তদনুসারে ইউসফ-শাহের রাজ্যকালে ৮৮৫ (80) Creighton's Ruins of Gour, pl. XII. (82) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p..275. (83) Ibid, Vol. XXXIX, 1870, pt. I, p1. VIII, X. (8*) Ibid, Vol. XLII, 1873, p. 276; Ravenshaw's Gaur, its Ruins and : ascriptions, p. 50. (sa) Journal of the Asiatic Society of Bengạl, Old Series, Vol, :LXIV, 1895, pt, pp. 222-23.