পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ እኖo হিজরায় একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল উক্তবর্ষে, রমজান মাসের দশম দিবসে (১৩ নভেম্বর ১৪৮০ খৃস্টাব্দে ) গোঁড়ে থাকান উপাধিধারী জনৈক মুসলমান ওমরাহ কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল “ । মেজর ফ্রাঙ্কলিন ( Major Francklin ) পাণ্ডুয়ার সোনা মসজিদে একখানি শিলালিপি দেখিয়াছিলেন, তদনুসারে ৮৮৫ হিজরায় মহরম মাসের চতুর্দশ দিবসে ইউসফ শাহ কর্তৃক এই মসজিদটি নিৰ্ম্মিত হইয়াছিল শ্রীহট্টে শাহ জলালের সমাধির চারিদিকে চারিটি মসজিদ আছে, তন্মধ্যে একটিতে ইউসফ শাহের রাজাকালের শিলালিপি প্রোথিত আছে । ইহার অধিকাংশ প্রাচীরগাত্রে প্রোথিত থাকায়, ইমারতের প্রকার অথবা তারিখ পঠিত হইতে পারে নাই । এই শিলালিপিতে, নিৰ্ম্মাতা, উজীর মজলিস্-ই-আলা উপাধিধারী জনৈক মুসলমান ওম্রাহের নাম দেখিতে পাওয়া যায় ৮ রিয়াজ-উস্সালাতন, তবকাৎ-ই-আকবরী ও তারিখ-ই-ফেরেশতা অনুসারে শমস্উদ্দীন ইউসফ শাহ সাত বৎসর ছয় মাস রাজ্যভোগ করিয়া ৮৮৭ হিজরায় দেহত্যাগ করিয়াছিলেন শমস্-উদ্দীন ইউসফ শাহের অনেকগুলি রজতযুদ্র আবিষ্কৃত হইয়াছে, এইগুলি “খজানা" (কোষাগার) হইতে মুদ্রিত হইয়াছিল কুলীনগ্রামবাসী মালাধর বসু ১৩৯৫ শকে (১৪৭৩ খৃষ্টাব্দে ) শ্ৰীমদ্ভাগবতের দশম ও একাদশ স্কন্ধের বঙ্গানুবাদ আরম্ভ করেন এবং ১৪০২ শকে ( ১৪৮০ খৃষ্টাব্দে ) উহা সমাধা করেন । এই গ্রন্থের নাম “শ্ৰীকৃষ্ণ বিজয়" । বিজয় পণ্ডিত ১৪৮০ খৃষ্টাব্দের পূর্বে মহাভারতের আদি হইতে (84) Ibid, Vol. XLVI, 1875, pt. I, p. 293. (8e) Ibid, Vol.XLII, 1873, pt. I, p. 277; Vol. LXIV, 1895, pt. I, p. 218. (8%) Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 55 note. (8v) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 277. (৪৯) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১২০। (to) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, p. 169. (es) ८ङब्रध्नं *ाँकांनरै अंक बंड् बांब्रखन । চতুর্দশ দুই শকে ৰৈল সমাপন।