পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ *S রাজা গণেশের পুত্র জলালউদ্দীন মহম্মদ শাহ ৮৩৪ হিজরায় (১৪৩০ খৃষ্টাব্দে) চট্টগ্রাম আক্রমণ করিতে বাধ্য হইয়াছিলেন।৩৫ এবং ৯৬২ হিজরায় (১৫৫৪ খৃষ্টাব্দে ) শমস্-উদ্দীন মহম্মদ শাহ, আরাকাণ অধিকার করিতে বাধ্য হইয়াছিলেন।৩৬ । মগ ও ফিরিঙ্গ দসু্যগণের অত্যাচার নিবারণের জন্য মোগল শাসন কালে বাঙ্গালার রাজধানী, রাজমহল এবং তাণ্ড বা তাড়া হইতে জহাঙ্গীরনগর-ঢাকায় স্থানান্তরিত হইয়াছিল । আওরঙ্গজেবের রাজ্যকালে বাঙ্গালার নাজিম, নবাব শায়েস্তা খী কর্তৃক চট্টগ্রাম অধিকৃত হইলেও, মগদস্যগণের অত্যাচার নিবারিত হইয়াছিল । বখতিয়ার কর্তৃক বঙ্গ-বিজয়ের তারিখ সম্বন্ধে বহু মতভেদ আছে । তবকাৎ-ই-নাসির অনুবাদক মেজর র্যাভাটর ( H. G. Raverty ) মতানুসারে ৫৯০ হিজরায় ( ১১৯৩ খৃষ্টাব্দে ) বখতিয়ার নোদিয়া বা নবদ্বীপ আক্রমণ করিয়াছিলেন । ব্লখ্যমানের (H. Blochmann ) মতানুসারে, ৫৯৪ বা ৫৯৫ হিজরায় ( ১১৯৭-৯৮ খৃষ্টাব্দে ) নবদ্বীপ আক্রান্ত হইয়াছিল ৩৯ ৷ মুদ্রাতত্ত্ববিদ টমাসের (E. Thomas ) মতানুসারে ৫৯৯ হিজরায়** (১২০২ খৃষ্টাব্দে ) ও ঐতিহাসিক ষ্টয়ার্টের ( Stewart ) মতানুসারে ৬০০ হিজরায় ( ১২০৩ খৃষ্টাব্দে ) বখতিয়ার নবদ্বীপ আক্রমণ করিয়াছিলেন । এই সকল ভিন্ন ভিন্ন মতের মধ্যে র্যাভার্টির মত গ্রাহ্য হইতে পারে না । ৫৮৮ হিজরায় ( ১১৯২ খৃষ্টাব্দে ) তিরেীরী বা তরাইনের যুদ্ধে চাহমানরাজ দ্বিতীয় পৃথ্বীরাজ নিহত হইয়াছিলেন ২ । ৫৯০ হিজরায় ( ১১৯৩ খৃষ্টাব্দে ) গাহডবালরাজ (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, vol. II, pt. II, p. 163. No. 110. (*) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, vol. II, p. 180, No. 229. (•*) Jadunath Sarkar's History of Aurangjib, Vol. III, pp. 229-41. (৬৮) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫৭৩, পাদটীক ১ ও পৃঃ vxIII-xxvi. (es) Journal of the Asiatic Society of Bengal, Old Series, vol. XLIV, 1875, pt. I, pp. 134-35. (so) Chronicles of the Pathan Sultans of Delhi, p. 110. (ss) Stewart's History of Bengal, London 1813, p. 43 (०९) उदकां९-रे-नागिरी. रेरबाजी चबूबान, शृः s७s ।