পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వీb' বাঙ্গালার ইতিহাস করিয়া ফতে শাহের পুত্রকে গৌড়-সিংহাসনে স্থাপনের চেষ্টা করিতেছিলেন। মালিকৃ আন্দিলকে বিনাশ করিবার জন্য বার্বগ অবশেষে তাহাকে রাজধানীতে আসিতে আদেশ করিল। মালিক আন্দিল সসৈন্য গোঁড়নগরে আসিয়া উপস্থিত হইলে বাববেগ তাহার প্রতি অত্যাচার করিতে সাহস করিল না, কিন্তু মালিক আদিল কোরাণ স্পর্শ করিয়া প্রতিজ্ঞা করিতে বাধ্য হইলেন যে, বারবগ যতক্ষণ সিংহাসনে উপবিষ্ট থাকিবে ততক্ষণ তিনি তাহার অঙ্গ স্পর্শ করিবেন না । - একদিন গভীর রাত্রিতে প্রভৃহত্যার প্রতিশোধ গ্রহণ মানসে মালিক আন্দিল অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিলেন যে, বার্বগ সুরাপানে অচেতন হইয়া সিংহাসনের উপরে নিদ্রিত রহিয়াছে। পূৰ্ব্ব-প্রতিজ্ঞ স্মরণ করিয়া মালিক আদিল তখন বাবগকে স্পর্শ করিলেন না, কিন্তু ত্বরাষ্ট-বশতঃ বাৰ্ববৰ্গ মত্তত প্রযুক্ত সিংহাসন হইতে ভূমিতে পতিত হইল। তখন মালিক আন্দিলু তাহাকে তরবারি দ্বারা আঘাত করিলেন । সে আঘাতে প্রভুহন্ত নিহত হইল না। বারবগ মালিক আন্দিলকে ভূমিতে পাতিত করিয়া তাহার বক্ষের উপরে উপবেশন করিল। এই সময়ে তুরুষ্ক জাতীয় য়গ্রশন খ ও মালিকৃ আন্দিলের অন্যান্য হাবশী অনুচর কক্ষে প্রবেশ করিল। তাহাদিগের আঘাতে হীনবল হইয়া বাবৃবগ মৃতবৎ পড়িয়া রহিল এবং এই সময়ে কক্ষের প্রদীপ নির্বাপিত হওয়ায় সে ভূগর্ভস্থিত একটি কক্ষে পলায়ন করিয়া আত্মগোপন করিল। মালিকে আন্দিল, য়গ্রশ খ ও হাবশীদিগের সহিত অন্তঃপুর পরিত্যাগ করিয়াছিলেন, এই সময়ে তাওয়াচী বাশী নামক জনৈক কৰ্ম্মচারী সেই কক্ষে আসিয়া দীপ প্রজ্বলিত করিল। সে ভূগর্ভস্থিত কক্ষে প্রবেশ করিলে বাবৃবগ তাহাকে দেখিয়া মৃতবং পতিত রহিল, কিন্তু পরক্ষণেই মিষ্ট কথায় প্রতারিত হইয়া সে তাওয়াচী বাশীকে প্রাসাদের বাহিরে গিয়া রাজ্যের প্রধানগণকে ডাকিয়া আনিতে অনুরোধ করিল। তাওয়াচী বাশী অন্তঃপুর হইতে বাহিরে আসিয়া মালিক আন্দিলকে বার্বগের কথা জানাইল, তখন তিনি দ্বিতীয়বার অন্তঃপুরে প্রবেশ করিয়া বান্ধবগকে হত্যা করিলেন । e বার্বগ নিহত হইলে মালিকৃ আদিল গোঁড়রাজ্যের প্রধান মন্ত্ৰী শ্ৰী জহানকে আহ্বান করিলেন । সুলতান জলাল-উদ্দীন ফতে শাহের বিধবা পত্নী গৌড়নগরে একটি ক্ষুদ্র গৃহে বাস করিতেছিলেন, রাজ্যের প্রধানগণ ঙাহাকে জিজ্ঞাসা করায় তিনি কহিলেন যে, তাহার পুত্ৰ এখনও শিশু। এই