পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ Sb6. করিয়াছিলেন। রিয়াজ-উস-সালাতন অনুসারে ৮৯৬ হিজরায় ফতে শাহের’ এবং ৮৯৯ হিজরায় সৈফ-উদ্দীন ফিরোজশাহের মৃত্যু হইয়াছিল’ । কিন্তু ৮৯২০ ও ৮৯৩০ হিজরায় মুদ্রিত ফিরোজ শাহের মুদ্রা এবং ৮৯৬* হিজরায় মুদ্রিত মজঃফর শাহের মুদ্র আবিষ্কৃত হইয়াছে এবং গৌড়ের শিলালিপিতে ৮৯৪ হিজরার তারিখ দেখিতে পাওয়া যায় । অতএব ইহা স্থির যে, সৈফ-উদ্দীনত ফিরোজ শাহ ৮৯২ হিজরায় ( ১৪৮৬ খৃষ্টাব্দে ) গোঁড়সিংহাসন লাভ করিয়াছিলেন এবং তিন বৎসর রাজ্যভোগের পরে ৮৯৫ হিজরায় তাহার মৃত্যু হইয়াছিল। সৈফ,-উদ্দীন ফিরোজ শাহের রাজ্যকালে নিৰ্ম্মিত ইমারং-সমূহের মধ্যে একমাত্র মিনারটি বিদ্যমান আছে। খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ক্রেটন যখন গৌড়ে ছিলেন, তখন এই মিনারের উপরে একটি গম্বুজ ছিল । ১৭৯৫ খৃষ্টাব্দে চিত্রকর ডেনিয়েল (Daniell) যখন গৌড়ে আসিয়াছিলেন তখন এই গম্বুজ ভাঙ্গিয়া পড়িয়া গিয়াছিল। ডেনিয়েল কর্তৃক অঙ্কিত ফিরোজ- মিনারের চিত্র দুইবার প্রকাশিত হইয়াছিল, ১৮০৪ খৃষ্টাব্দে অৰ্ম্মে ( Edward Orme ) ইহা প্রকাশ করিয়াছিলেন ১৭ এবং ১৭৯৬ খৃষ্টাব্দে বোয়ার ( Robert Bowyer ) কত্ত্ব"ক ইহা প্রকাশিত হইয়াছিল ১৮ । অৰ্ম্মে কর্তৃক প্রকাশিত চিত্র দ্বল্লভ, কিন্তু ইহা স্পষ্টতর, দুর্ভাগ্যবশতঃ এই চিত্ৰখানি “A Pagoda" নাম দিয়া প্রকাশিত হইয়াছিল বলিয়া ইহা ফিরোজ মিনারের চিত্ররূপে পরিচিত নহে । মাননীয় বিচারপতিস্থ্যর আশুতোষ মুখোপাধ্যায়-সরস্বতী-শাস্ত্রবাচস্পতি-সম্বুদ্ধাগমচক্রবর্তী মহাশয়ের গৃহে এবং বন্ধুবর স্ত্রীযুক্ত প্রফুল্পনাথ ঠাকুর মহাশয়ের উদ্যানবাটিকায় এই চিত্র আছে। (১১) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃ: ১২১। (»s) ঐ, পৃ: ১২৫ ৷ (*) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, p. 170, No. 159. (S8) Ibid. Nos. 160-61. (St) Ibid, No. 163. (*) Creightofi's Ruins of Gaur, pt. I. (১৭) প্রকাশিত চিত্র দ্রষ্টব্য। (**) Daniell's Oriental Scenery, Vol. V, p. 23.