পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏbశ్రీ বাঙ্গালার ইতিহাস শিশুপুত্র, নাসির-উদ্দীন মহমুদ শাহ উপাধিতে ভূষিত হইয়া সিংহাসনে স্থাপিত হইয়াছিলেন। রিয়াজ-উস-সালাতন অনুসারে নাসির-উদ্দীন মহমুদ শাহ সৈফ-উদ্দীন ফিরোজ, শাহের জ্যেষ্ঠ পুত্ৰ ** । যে সকল হাবশী ক্রীতদাস ভারতবর্ষে আনীত হইত তাহারা সকলেই নপুংসক । মুসলমান ঐতিহাসিক গোলাম হোসেন- কি জন্য নপুংসকের পুত্রপ্রাপ্তির কথা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, তাহা বুঝিতে পারা যায় না। রিয়াজ-উস-সালাতীনে উল্লিখিত হাজী মহম্মদ কান্দাহারী রচিত ইতিহাস অনুসারে নাসির-উদ্দীন মহমুদ শাহ (দ্বিতীয়)জলাল-উদ্দীন ফতে শাহের পুত্র । মালিক আন্দিল যখন সিংহাসন লাভ করিয়াছিলেন তখন তিনি শিশু, সুতরাং তিন বৎসর পরেও তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন । মালিকৃ আন্দিল বা সৈফত-উদ্দীন ফিরোজশাহের আদেশানুসারে হবশ খী অথবা জশন খা নামক একজন হাব শী ক্রীতদাস র্তাহাকে প্রতিপালন করিয়াছিল । তিনি রাজ্যলাভ করিলে এই হবশ খী বা জশন খী রাজ্যের প্রধান অমাত্যপদ লাভ করিয়াছিল কিছুদিন পরে হবশত থা বা জশন গ্ৰী প্রভুহত্যা করিয়া সিংহাসনলাভের উদ্যম করিয়াছিল। মালিকু বদর দেওয়ানা নামক আর একজন হাবংশী, দ্বিতীয় মহমুদ শাহ ও হবশত খাকে হত্যা করিয়া গোঁড়সিংহাসন লাভ করিয়াছিলেন । রিয়াজ-উসসালাতীন অনুসারে দ্বিতীয় নাসিরূ-উদ্দীন মহমুদ শাহ ছয় মাস গৌড়সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ২৭ । কনিংহাম গৌড়ে একখানি আরবী শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে দ্বিতীয় মহমুদ শাহের রাজ্যকালে উলুগ, মজলিস খী কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ২১ । মুশাঁদাবাদ জেলায় চুনাখালিতে দ্বিতীয় মহমুদ শাহের রাজাকালের আর একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে, তদনুসারে ৮৯৬ হিজরায় মহরম মাসের দ্বিতীয় দিবসে (রবিবার, ১৫ই নভেম্বর ১৪৯০ খৃষ্টাব্দে) । একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল২২ । (১৯) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃ: ১২৬। (૨૦) હૈ । - (RS) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 1289. (**) Proceedings of the Asiatic Society of Bengal, 1893, p. 55.