পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sb,ʻby বাঙ্গালার ইতিহাস প্রজাপীড়ন করিতেন। তাহার অত্যাচারে জর্জরিত হইয়া গৌড়ীয় প্রজাবৃন্দ র্তাহার প্রতি বীতশ্রদ্ধ হইয়া উঠিল এবং ক্রমশঃ সৈয়দ হোসেনও বিরক্ত হইয়া উঠিলেন । রাজা ও প্রজার বিবাদ যুদ্ধে পরিণত হইল। গৌড়নগরের প্রধান ব্যক্তিগণ মজঃফর শাহকে গৌড়ে রাখিয়া নগর পরিত্যাগ করিলেন। গোলাম হোসেনের মতানুসারে, ১০৩ হিজরায় (১৪৯৭ খৃষ্টাব্দে) এই ঘটনা ঘটিয়াছিল।২৮। কিন্তু ইহার প্রকৃত তারিখ সম্ভবতঃ ৮৯৯ হিজরা (১৪৯৩ খৃষ্টাব্দ ), কারণ ৮৯৯ হিজরায় খোদিত লিপিতে আলা-উদ্দীন হোসেন শাহের নাম পাওয়া যায় ২৯ এবং উক্তবর্ষে হোসেনাবাদ, কোষাগার, টাকশাল, ফতেহাবাদ প্রভৃতি স্থানে হোসেন শাহের নামাঙ্কিত মুদ্র মুদ্রিত হইয়াছিল ৩’ । গোলাম হোসেন, রিয়াজ-উস-সালাতীনে জলাল-উদ্দীন, ফতে শাহের ও সৈফ -উদ্দীন ফিরোজ শাহের মৃত্যুকালের প্রকৃত তারিখ নির্ণয় করিতে পারেন নাই । গৌড়নগরের প্রধানগণ নগর পরিত্যাগ করিলে শমসূ-উদ্দীন মজঃফর শাহ পঞ্চসহস্ৰ হাবশী ও তিনসহস্ৰ আফগান ও বাঙ্গালীসেনা লইয়া গৌড়ের দুর্গে আশ্রয় গ্রহণ করিলেন। মজঃফর শাহ দুর্গের মধ্যে অবরুদ্ধ ছিলেন । চারিমাস পরে শমসূ-উদ্দীন মজঃফর শাহ গৌড়-দুর্গ পরিত্যাগ করিয়া বিদ্রোহী প্রধানগণকে আক্রমণ করিলেন । এই যুদ্ধে উজীর সৈয়দ হোসেন ও বিদ্রোহী প্রধানগণ জয়লাভ করিয়াছিলেন এবং শমস্-উদ্দীন মজঃফর শাহ নিহত হইয়াছিলেন । গোলাম হোসেন, লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, হাজী মহম্মদ কান্দাহার-রচিত ইতিহাসানুসারে, মাসচতুষ্টয়ব্যাপী যুদ্ধে উভয়পক্ষে একলক্ষ বিংশতি সহস্র সেনা নিহত হইয়াছিল ৩১ এবং নিজামূ-উদ্দীন আহমদ-রচিত ইতিহাস অনুসারে মজঃফর শাহের অত্যাচারে গৌড়ীয় প্রজাবৃন্দ বীতশ্রদ্ধ হইয়া উঠিলে, সৈয়দ হোসেন প্রাসাদ রক্ষকের সাহায্যে নিশাযোগে অন্তঃপুরে প্রবেশ করিয়া মজঃফর শাহকে হত্যা করিয়াছিলেন ৩২ ৷ রিয়াজ-উস-সালাতীন অনুসারে শমসূ-উদ্দীন মজঃফর শাহ তিন বৎসর (২৮) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১২৭। (Ra) Ravenshaw's Gour, Its Ruins and Inscriptions, r. 78. (ec) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, pp. 172-75. (৩১) বিরাজ-উল-লালাতীদ, ইংরাজি অনুবাদ, পৃঃ ১২৮। (৩২) তৰক্ষাৎ-ই-আকবরী, পারস্য মূল, পৃঃ ৫২৬ ।