পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯০ বাঙ্গণলার ইতিহাস সরকার বাবকাবাদ বর্তমান মালদহ, রাজশাহী, দিনাজপুর ও বগুড়া জেলার ಆಶ್ಲ!!!!! o জোআও দে বারোস রচিত “দা এসিয়া" নামক গ্রন্থে, হোসেন শাহের বঙ্গদেশে আগমনের নিম্নলিখিত বিবরণ লিপিবদ্ধ আছে। পর্তুগীজগণ বঙ্গদেশে চট্টগ্রামে আসিবার শতবর্ষ পূৰ্ব্বে অদন (Aden ) বাসী জনৈক সন্ত্রান্ত আরব ছুইশত আরবদেশীয় সেনা লইয়া বাঙ্গালা দেশে আসিয়াছিলেন। তিনি প্রথমে বাণিজ্য আরম্ভ করিয়াছিলেন । পরে আরও তিনশত আরবসেনা তাহার সহিত যোগদান করিয়াছিলেন । ইহাদিগের সাহায্যে বাঙ্গালার সুলতান উড়িয়া জয় করিয়াছিলেন। উড়িষাবিজয়ের জন্য আরবগণের সেনাপতি প্রাসাদরক্ষক নিযুক্ত হইয়াছিলেন এবং পরে তিনি প্রতুহত্যা করিয়া সিংহাসন লাভ করিয়াছিলেন ও । শমস্-উদ্দীন মজঃফর শাহ নিহত হইলে সৈয়দ হোসেন গৌড়ীয় প্রধানগণ কর্তৃক রাজপদে নিৰ্ব্বাচিত হইয়াছিলেন। এইজন্য ব্লখম্যান অনুমান করেন যে, জোআও দে বারোসের গ্রন্থে উল্লিখিত আরব সেনাপতি সৈয়দ হোসেন শরীফ মক্কী • • । সৈয়দ হোসেন সিংহাসনে আরোহণ করিয়া আলা-উদ্দীন হোসেন শাহ উপাধি গ্রহণ করিয়াছিলেন। তাহার পিতার নাম সৈয়দ আশরফ-উল-হোসেনী এবং তিনি মক্কা শরীফের অন্যতম প্রধান ছিলেন। গোলাম হোসেন এক অজ্ঞাতনাম গ্রন্থে দেখিয়াছিলেন যে সৈয়দ আশরফ ও সৈয়দ ইউসফ তুর্কীস্তানের তরমুজ, নগরের অধিবাসী ছিলেন । র্তাহারা বাঙ্গালাদেশে আসিয়া রাঢ়ের অন্তর্গত চাদপুর গ্রামে এক কাজীর আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । রখম্যানের মতানুসারে হোসেন শাহ যশোহর জেলায় আলাইপুর গ্রামে এক কাজীর আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । রাঢ়দেশে, মুর্শদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমায় একানী চাদপাড়া নামক একখানি গ্রাম অ্যাপি বিদ্যমান আছে। এই গ্রামে একটি বৃহদাকার পুরাতন মসজিদ আছে এবং ইহার চতুষ্পার্থে (88) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. xLm, 1873, pt. I, pp. 215-16. (ee) Ibid., p. 287. (ss) Ibid. (s*) बिग्रांच.-७गृ-गांनाउँौन.. ३५ब्राबि जङ्गबान, श्रृंः ४०० ।। (so) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p, 227, Note. w