পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ • বাঙ্গালার ইতিহাস . এবং তাহারা গৌড়ের নিকটে রামকেলী গ্রামে বাস করিতেন । রামকেলীতে রূপ ও সনাতন কর্তৃক খনিত রূপসাগর ও সনাতনসাগর নামক দুইটি দীর্থিক অদ্যাবধি বিদ্যমান আছে। রূপ ও সনাতনের ভ্রাতা অনুপ গৌড়ের টাকশালের অধ্যক্ষ ছিলেন। সনাতনের জ্যেষ্ঠ শ্বালক রাজকাৰ্য্যে নিযুক্ত হইয়া প্রজাপীড়ন করিতেন, এইজন্য হোসেন শাহ আক্ষেপ করিয়াছিলেন চৈতন্যচরিতামৃতে সেই আক্ষেপের কথা লিপিবদ্ধ হইয়াছে চৈতন্যদেবের দর্শনের পর হইতে রূপ ও সনাতনের মনে বৈরাগ্যের উদয় হইয়াছিল, উড়িষ্যা ও কামরূপ অভিযানে হিন্দ্রজাতির প্রতি অত্যাচার দেখিয়া ভ্রাতৃদ্বয় মুসলমান রাজার প্রতি বীতশ্রদ্ধ হইয়াছিলেন । রাজকাৰ্য্যে অবহেলা দেখিয়া হোসেন শাহ সনাতনকে বন্দী করিয়াছিলেন । সনাতন কারাধ্যক্ষকে উৎকোচ প্রদান করিয়া মুক্তিলাভ করিয়াছিলেন এবং চৈতন্যদেবের নিকট উপদেশ গ্রহণ করিয়া বৃন্দাবনে বাস করিয়াছিলেন । রূপগোস্বামীও রাজকাৰ্য্য পরিত্যাগ করিয়া বৃন্দাবনে গমন করিয়াছিলেন এ & । গৌড়সিংহাসনে সুপ্রতিষ্ঠিত হইয়া হোসেন শাহ উড়িষ্ঠা আক্রমণ করিয়াছিলেন । হোসেন শাহের উড়িষ্যা-আক্রমণের তারিখ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। রিয়াজ-উস-সালাতীন অনুসারে তিনি গোঁড় হইতে উড়িষ্যা পর্য্যন্ত সমস্ত রাজার রাজ্য অধিকার করিয়াছিলেনঃ ৩ ৫/রজনীকান্ত চক্রবর্তী মহাশয়ের মতানুসারে হোসেন শাহ উড়িয়া আক্রমণ করিয়া বিশেষ কোন ক্ষতি করিতে পারেন নাই**। মাদল পাজী অনুসারে ইসমাইল গাজী নামক বাঙ্গালার নবাবের জনৈক সেনাপতি উড়িয়া আক্রমণ করিয়া পুরীনগর ধ্বংস করিয়াছিলেন এবং বহু হিন্দুমন্দির নষ্ট করিয়াছিলেন। উড়িষ্যার ঐতিহাসিক বিবরণ অনুসারে ১৫০৯ খৃষ্টাব্দে উড়িষ্ঠা গৌড়ীয় মুসলমান সেনা (৫০) গৌড়ের ইতিহাস, প্রথম খণ্ড, পৃঃ ১০৪-১১১ ৷ (es) তোমার বড় ভাই করে দর্য-ব্যবহার। জীর্ষ পশু মারি কৈল চাকলা সব নাশ । এখা তুমি কৈলে মাত্ৰ সৰ্ব্বকাৰ্য্যনাশ । -६फ़उमा छबिठांवृठ, भूषानौणां, s** *ब्रिरश्न । (৫২) গোঁড়ের ইতিহাস, দ্বিতীয় খণ্ড, পৃঃ ১০৮। (৩) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৫২ ৷ tes) cऔरङ्गब्र रेडिशन, दिउँौद्र थ७, शृः २०० ।। *