পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏవb বাঙ্গালার ইতিহাস কুমিল্লার নিকট পরাজিত হইয়া হাতিয়ান থাকে গোমতী নদীগর্ভে জলপ্লাবিত করিয়াছিলেন। হাতিয়ান খী পরাজিত হইয়া হোসেন শাহ কর্তৃক পদচ্যুত হইয়াছিলেন। ইহার পরে হোসেন শাহ চতুর্থবার ত্রিপুরা আক্রমণ করিয়াছিলেন, কৈলারগড় নামক স্থানে তাহার সহিত মহারাজ ধন্যমাণিক্যের যুদ্ধ হইয়াছিল। এই যুদ্ধে সম্ভবতঃ ধন্যমাণিক্য পরাজিত হইয়াছিলেন এবং ত্রিপুর-রাজ্যের কিয়দংশ হোসেন শাহের হস্তগত হইয়াছিল**। কামতাপুরের খোনরাজ্য ধ্বংস করিয়া, উড়িষ্ঠা ও ত্রিপুরার কিয়দংশ অধিকার করিয়া, পতনোন্থখ শাকবিংশীয় সুলতানগণের অধিকারভুক্ত মগধ প্রদেশ হস্তগত করিয়া এবং আহমরাজ কর্তৃক পরাজিত হইয়া দীর্ঘকাল রাজ্যভোগের পরে আলা-উদ্দীন হোসেন শাহ রোগে প্রাণত্যাগ করিয়াছিলেন। রিয়াজ-উস-সালালীন অনুসারে হোসেন শাহ সপ্তবিংশতিবর্ষ অথবা উনত্রিংশবর্ষ রাজ্যভোগ করিয়াছিলেন । গোলাম হোসেনের মতানুসারে, ৯২৭ হিজরায় (১৫২০ খৃষ্টাব্দে ) হোসেন শাহের মৃত্যু হইয়াছিল' ", কিন্তু ৯২৫ হিজরায় (১৫১৮ খৃষ্টাব্দে ) ফতেহাবাদ, ১ হোসেনাবাদ৭২ ও টাকশালে৭৩ মুদ্রিত হোসেন শাহের পুত্র নাসির-উদ্দীন নসরৎ শাহের মুদ্র আবিষ্কৃত হইয়াছে, সুতরাং উক্তবর্ষেই হোসেন শাহের মৃত্যু হইয়াছিল। গোঁড়, বঙ্গ ও মগধের নানা স্থানে আলা-উদ্দীন হোসেন শাহের রাজ্যকালের শিলালিপি আবিষ্কৃত হইয়াছে। ওয়েষ্টমেকটু মালদহে পাথু খার গৃহে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন ; তদনুসারে ৮৯৯ হিজরায়, জিলকাদা মাসের দশম দিবসে ( ১৩ আগষ্ট ১৪৯৪ খৃষ্টাব্দে ) হোসেন শাহের রাজ্যকালে মজলিস রাহাৎ-উল্লাহ কত্ত্ব’ক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল’ । মালদহে কাটরার নিকটে একটি ক্ষুদ্র মসজিদে আবিষ্কৃত (৬৯) ত্রিপুরার ইতিহাস, পৃঃ ৪৩-৫০ । (৭০) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অম্বুবাদ, পৃ: ১৩৩। (**) Catalogue, of Coins in the Indian Museum, Calcutta, p. 176. No. 202, () (*) Ibid, p. 177, No. 206. (*) Ibid, No. 204. . (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I, p. 302.