পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ పిపిపి একখানি শিলালিপি অনুসারে ১০০ হিজরায় শওয়াল মাসের একাদশ দিবসে (৫ই জুলাই ১৪৯৫ খৃষ্টাব্দে ) উলুগ শেরের পুত্ৰ খণ মুয়জম্ কর্তৃক একটি মসজিদ নির্মিত হইয়াছিল’ । মুর্শদাবাদ জেলায় জঙ্গীপুর মহকুমার খেরেীল গ্রামে একটি পুরাতন মসজিদ আছে, উহার শিলালিপি অনুসারে, উক্ত মসজিদ ৯০০ হিজরায় (১৪৯৪-৯৫ খৃষ্টাব্দে ) খণ মুয়জম্ রিফাং খ৭ কর্তৃক আলউদ্দীন হোসেন শাহের রাজাকালে নিৰ্ম্মিত হইয়াছিল ৯ । খেরেীলে আবিষ্কৃত আর একখানি শিলালিপি অনুসারে, হোসেন শাহের রাজাকালে উক্তবর্ষে উক্ত ব্যক্তি আর একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । । ঢাকায়, আজিমনগরে একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে, তদনুসারে ৯০১ বা ১১০ হিজরায় মহরম মাসের প্রথম দিবসে ( ১৪৯৫ খৃষ্টাব্দে ) মালিক্‌ বাবা সালেহ কর্তৃক মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৮। মুঙ্গেরে শাহ নফার দরগাহে আবিষ্কৃত শিলালিপি অনুসারে ৯০৩ হিজরায় (১৪৯৭-৯৮ খৃষ্টাব্দে ) হোসেন শাহের পুত্র শাহজাদা দানিয়াল শাহ নফার সমাধি নিৰ্ম্মাণ করিয়াছিলেন । গৌড়ে কদম্ রসূল বা কদম্ শরীফের দ্বারের নিকটে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে ১০৯ হিজরায়, মহরম মাসের দ্বাবিংশ দিবসে, গৌড়ে একটি তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল’ । বন্ধুবর শ্ৰীযুক্ত গুরুদাস সরকার মুর্শদাবাদ জেলায় জঙ্গীপুর মহকুমায় বাবর গ্রামে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন । তদনুসারে হোসেন শাহের রাজ্যকালে ৯০৫ হিজরায় (১৪৯৯ খৃষ্টাবে ) মখদুম শাহের পুত্র মালিক সন্দল একটি মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । (*) Ibid, p. 302. (*) Annual Report of the Archaeological Survey, Eastern Circle, 1904-5, p. 9. (**) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XIII. (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII. 1873, pt. I, p. 284. (*a) Ibid, Vol. XLI, 1872, pt. I, p. 335. (vo) Francklin's Journal of a Route from Rajemehul to Gour, А. D. 1810-11, рр. 5-б. (v*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XIII. w -