পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ Soసి বন্ধুবর জীযুক্ত গুরুদাস সরকার মুর্শদাবাদ জেলায় জঙ্গীপুর মহকুমায় সুতিগ্রামে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছেন, তদনুসারে আলা-উদ্দীন হোসেন শাহের রাজ্যকালে ৯০১ হিজরায় (১৫০৩ খৃষ্টাৰে ) চাদমালিকের পুত্র মকরব, খ একটি মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন ৮৮ ৷ মালদহের ইংরাজবাজার হইতে পাঁচ মাইল দূরে অবস্থিত গিলাবাড়ী নামক স্থানে ওয়েষ্টমেকট একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে আলা-উদ্দীন হোসেন শাহ ৯১০ হিজরায় ( ১৫০৪-৫ খৃষ্টাবো ) একটি তোরণ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । হুগলী জেলায় ত্রিবেণীতে জফর খণর মসজিদে সংলগ্ন একখানি শিলালিপি অনুসারে হোসেন শাহের রাজাকালে ৯১১ হিজরার রজব মাসের প্রথম দিবসে (৩১ শে অক্টোবর ১৫০৫ খৃষ্টাব্দে ) আলা-উদ্দীন হোসেন শাহের রাজ্যকালে হোসেনাবাদ ও সাজলে মনখাবাদের উজীর ও সর্লস্কর এবং লাউবলা থানার সর্লস্কর উলুগ হিন্ধু খী কর্তৃক একটি সেতু নিৰ্ম্মিত হইয়াছিল ৯ । মালদহে কনিংহাম কর্তৃক আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে ১১১ হিজরায় (১৫০৫ খৃষ্টাব্দে ) আলা-উদ্দীন হোসেন শাহ কর্তৃক একটি জামী মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৯ । পাণ্ডুয়ায় আবিষ্কৃত একখানি অস্পষ্ট শিলালিপিতে ১১১ হিজরা তারিখ ও আলা-উদ্দীন হোসেন শাহের নাম আছে ১২। সুবর্ণগ্রামে ডাক্তার ওয়াইজ একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে ১১১ হিজরায়, আলা-উদ্দীন হোসেন শাহের রাজ্যকালে হাজী বাবা সালেহ একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন •• । শ্ৰীহট্টে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, হোসেন শাহের রাজ্যকালে (v*) Journal and Proceedings of Asiatic Society of Bengal, New Series, Vol. XIII. (trà) Ravenghaw’s Gaur, It Ruins and inscriptions, pp. 80-81. (**) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. V, p. 260. (>3) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 294. - (a8) Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 82. (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 283. r