পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ లి হিজরীতে উদ্ধগুপুর বখতিয়ার কর্তৃক অধিকৃত হইয়াছিল। যে বৎসর উদণ্ডপুর অধিকৃত হইয়াছিল তাহার পরবৎসর বখতিয়ার নবদ্বীপ আক্রমণ করিয়াছিলেন । সুতরাং ৫৯৬ হিজরায় ৮১ লক্ষ্মণ সম্বৎসরে = ১২০০ খৃষ্টাব্দে গোঁড়মণ্ডল মুসলমানগণ কর্তৃক আক্রান্ত হইয়াছিল ১৯৯৯ খৃষ্টাব্দে যে বখতিয়ার উদত্তপুর অধিকার করিয়াছিলেন সে বিষয়ে কোনই সন্দেহ থাকিতে পারে না। কারণ কেম্‌ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত “পঞ্চাকার” নামক গ্রন্থের পুম্পিক হইতে অবগত হওয়া যায় যে, গোবিন্দপালদেবের অষ্টত্রিংশং রাজ্যাঙ্কে র্তাহার অধিকার বিনষ্ট হইয়াছিল ৪৮ । গয়ার গদাধর মন্দিরের শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, ১৯৬১ খৃষ্টাব্দে গোবিন্দপাল দেব অভিষিক্ত হইয়াছিলেন - , সুতরাং তাহার ৩৮শ রাজ্যাঙ্কে অর্থাৎ ১১৯৯ খৃষ্টাব্দে উদণ্ডপুর বখতিয়ার কর্তৃক অধিকৃত হইয়াছিল। ইহার পর বৎসর অর্থাৎ ১২০০ খৃষ্টাব্দে বখতিয়ার নবদ্বীপ আক্রমণ করিয়াছিলেন। (av) Memoirs of the Asiatic Society of Bengal, vol. V. p. 111. pl. XXXVIII; Bendali's Catalogue of Buddhist Sanskrit Manuscripts. in thie University Library, Cambridge, pp. iii, No. 188, Add. 1699, 1. (**) Memoirs of the Asiatic Society of Bengal, vol. V. p. 109,