পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հօֆ বাঙ্গালার ইতিহাস ৯১১ হিজরায় প্রাসাদের পরিচ্ছদ-রক্ষক ও স্বয়জমাবাদ ইকৃলিমের উজীর ও সর্লস্কর, খালিশ খী কর্তৃক একটি মসজিদ নির্শিত হইয়াছিল । সুবর্ণগ্রামে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, হাজী বাবা সালেহ ১১২ হিজরায় (১৫০৬ খৃষ্টাব্দে ) একটি মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন ১৫ । মালদহে চকুআম্বিয়াতে শেখাইলাহি বখশ একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে মজলিস্ ইখতিয়ার কর্তৃক ৯১৩ হিজরায় ( ১৫০৭ খৃষ্টাব্দে ) একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ১৬ । ঢাকা জেলায় বাবা আদমের সমাধির শীর্ষদেশে উৎকীর্ণ একখানি শিলালিপি অনুসারে উহা ১১৩ হিজরায়, জমাদিউস্-সানী মাসের সপ্তম দিবসে (১৫ই অক্টোবর ১৫০৭ খৃষ্টাব্দে ) নিৰ্ম্মিত হইয়াছিল মালদহের আদালতের উত্তরদিকে একটি দরগাহে, চকুআম্বিয়ার শিলালিপিখানি বর্তমান সময়ে রক্ষিত আছে । মালদহে ওয়েষ্টমেকটু একটি আধুনিক মসজিদে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে ১১৪ হিজরায়, হোসেন শাহ কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ১৮ । পাণ্ডুয়ায় শেখ নুর কুতব-উল-আলমের সমাধির শীর্ষদেশে একখানি শিলালিপি রক্ষিত আছে, তদনুসারে ৯১৫ হিজরায় (১৫০৯ খৃষ্টাব্দে ) আলা-উদ্দীন, হোসেন শাহ কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৯১ ৷ মালদহে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে ৯১৬ হিজরায় (১৫১০ খৃষ্টাব্দে ) আলা-উদ্দীন হোসেন শাহ কর্তৃক দুইটি তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল • • • । কলিকাতার চিত্রশালায়-রক্ষিত একখানি শিলালিপি অনুসারে ৯১৬ হিজরায় আলা-উদ্দীন হোসেন শাহ কর্তৃক একটি কূপ খনিত হইয়াছিল গৌড়ের নিকটে গঙ্গারামপুরে আবিষ্কৃত একখানি শিলালিপি (a8) Ibid, p. 293. (ee) Ibid, p. 283. (••) Ibid, Vol. LXIV, 1895, pt. I, p. 198. (*) or finist to grow as, (Dr. Theodor Bloch) * * হইয়াছিল, ইহা অন্যাবধি প্রকাশিত হইয়াছে বলিয়। বোধ হয় না। (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. , 1874, pt. I, p. 305. (es) Cunningham's Archaeological Survey Reports, Vol. XV, p. 84. (See) Ravenshaw's Gaur, Its Ruins and Inscriptions, p. 86. (১) অপ্রকাশিত।