পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ Joఠి অনুসারে ৯১৮ হিজরায় (১৫১২ খৃষ্টাব্দে) আলা-উদ্দীন হোসেন শাহের রাজ্যকালে সবৃহদবাসী আলা-উদ্দীনের পুত্র খ-ই-আজম রুকনখে, শেখ আতার মন্দিরদ্বারের সম্মুখে একটি মসজিদ ও একটি মিনার নির্মাণ করাইয়াছিলেন ২ । রুকন খা প্রাসাদের পানপত্রবাহক জফরাবাদ নগরের উজীর, ফিরোজাবাদ নগরের সর্লস্কর ও প্রধান কোৎওয়াল এবং উক্ত নগরের প্রধান গ্ৰন্থরক্ষক ছিলেন। গৌড়ে আবিষ্কৃত আর একখানি শিলালিপি অনুসারে, আলা-উদ্দীন হোসেন শাহ ১১৮ হিজরায় (১৫১২ খৃষ্টাব্দে ) গোঁড়ছুগের তোরণ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ৩ । পুরাতন মালদহের এক মাইল দক্ষিণে অবস্থিত মোলনাতলী নামক স্থানে ওয়েষ্টমেকটু একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে ৯১৮ হিজরায় (১৫১২ খৃষ্টাব্দে ) হোসেন শাহ একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । সুবর্ণগ্রামে কনিংহাম একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে ৯১৯ হিজরায়, রবি-উস্-সানি মাসের দ্বিতীয় দিবসে (৭ই জুন ১৫১২ খৃষ্টাব্দে ) ত্রিপুরার শাসনকর্তা ও ইকুলিম, মুয়ুজ্জমাবাদের উজীর খাওয়াস খী কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল । বন্ধুবর স্ত্রীযুক্ত গুরুদাস সরকার মুর্শীদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমায়, শেখেরদীঘি নামক স্থানে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছেন, তদনুসারে ৯২১ হিজরায় রবি-উল-আউয়ল মাসে ( ১৫১৫ খৃষ্টাব্দে ) অলাউদ্দীন হোসেন শাহ কর্তৃক একটি কূপ খনিত হইয়াছিল । বীরভূমে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, ৯২২ হিজরায় (১৫১৬ খৃষ্টাব্দে ) আলা-উদ্দীন হোসেন শাহ কত্ত্ব"ক আর একটি কূপ খনিত হইয়াছিল । ঢাকা (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLI, 1872, pt. I, p. 106. (e) Epigraphia Indica, Vol. II, p. 295. (8) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I, p. 305. (&) Ibid, Vol. XLI, 1872, pt. I, p. 333. (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XIII. (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XXX, 1861, p. 390.