পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'808 বাক্ষালার ইতিহাস জেলায় ধামরাই গ্রামে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে উক্তবর্ষে হোসেন শাহ কর্তৃক একটি জামী মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল% মালদহে ভোলাহাট গ্রামে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, হোসেন শাহের রাজ্যকালে ৯২৩ হিজরায় (১৫১৭ খৃষ্টাব্দে ) দৌলং নাজির একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ৯ । গৌড়ে আবিষ্কৃত আর একখানি শিলালিপি অনুসারে ১২৫ হিজরায় (১৫১৯ খৃষ্টাব্দে ) হোসেন শাহের রাজ্যকালে সিকদার খী একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ১• । সুবর্ণগ্রামে আবিষ্কৃত আর একখানি শিলালিপি অনুসারে ৯২৫ হিজরায়, শাবান মাসের পঞ্চদশ দিবসে ( ১২ই আগষ্ট ১৫১৯ খৃষ্টাব্দে ) মোল্লা হিজাবর আকৃবর র্থ কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল স্বৰ্গীয় ডাক্তার থিয়োডর ব্লখ বাঙ্গালা বা বিহারের কোন অজ্ঞাতস্থানে হোসেন, শাহের রাজ্যকালের একখানি শিলালিপি দেখিয়াছিলেন, তদনুসারে ৯২৫ হিজরায় (১৫১৯ খৃষ্টাব্দে ) খ্ৰী মুয়জম্‌ খাকান আজম উপাধিধারী জনৈক ব্যক্তি কর্তৃক একটি ইমারৎ নিৰ্ম্মিত হইয়াছিল । হোসেন শাহের রাজ্যকালে তারিখবিহীন অনেকগুলি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে । গৌড়ের ছোট সোণ মসজিদে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে উক্ত মসজিদ, আলা-উদ্দীন হোসেন শাহের রাজাকালে আলীর পুত্র মজলিস-উল-মজালিস, মনসুর ওয়ালী মহম্মদ কর্তৃক কোন বর্ষের রজব মাসের চতুর্দশ দিবসে নিৰ্ম্মিত হইয়াছিল ১২ । বন্ধুবর খ্ৰীযুক্ত গুরুদাস সরকার নদীয়া জেলার চাকদহ থানার অন্তর্গত শ্ৰীনগর গ্রামে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছেন, ইহাতে আলা-উদ্দীন হোসেন শাহের নাম আছে ১৩ । ত্রিবেণীতে মসজিদ মধ্যে একখানি অস্পষ্ট শিলালিপি আছে, ইহাতে হোসেন শাহের নাম পড়িতে পারা যায় । এই (*) Ibid, Vol. XLI, 1872, pt. I, p. 110. (s) Ibid, Vol. XLIII, 1874, pt. I, p. 306. (») тыa, vы.х., 1871 р. , p. 256. (ss) Ibid, Vol. XLII, 1873, pt. I, p. 295 (>3) Ibid Vol. LXIV, 1895, pt. I, p. 224. (১৩) বন্ধীয়-সাহিত্য-পরিষদ, পত্রিক জয়োবিংশ ভাগ, চতুর্থ সংখ্যা। (28) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XXXIX, 1870, p. 283.