পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ২১১ নারায়ণপুরে সেনানিবাস স্থাপন করিয়া সুহুঙ্গ মুঙ্গ ডিহিঙ্গে প্রত্যাবর্তন করিয়াছিলেন ৪ ° । ১৫৩১ খৃষ্টাব্দে পঞ্চাশখানি জাহাজ লইয়া গৌড়ীয় মুসলমান সেনা পুনৰ্ব্বার আহম্রাজ্য আক্রমণ করিয়াছিল । তেমনি নামক স্থানে নৌ-যুদ্ধে মুসলমানগণ পরাজিত হইয়াছিলেন এবং মুসলমান সেনাপতি জাহাজ পরিত্যাগ করিয়া অশ্বপৃষ্ঠে পলায়ন করিয়াছিলেন । আহমৃগণ সলা ও সিঙ্গিরিতে সেনানিবাস স্থাপন করিয়াছিল । সিঙ্গিরিতে আহম্ সেনাপতি বরপাত্র গোহাই পুনৰ্ব্বার মুসলমান কর্তৃক আক্রান্ত হইয়াছিলেন । আহমৃগণ মুসলমানগণকে পরাজিত করিয়া খাগারিজান (বর্তমান নওগা) পৰ্য্যন্ত তাহাদিগের পশ্চাদ্ধাবন করিয়াছিল। এই যুদ্ধে মুসলমান সেনাপতি বিং মালিক নিহত হইয়াছিলেন এবং পঞ্চাশটি অশ্ব এবং বহু কামান ও বন্দুক আহমৃগণের হস্তগত হইয়াছিল.*? । - ১৫৩২ খৃষ্টাব্দের এপ্রিল মাসে তরুবক নামক একজন মুসলমান সেনাপতি ত্রিশটি হস্তী, সহস্ৰ অশ্ব এবং বহু কামান ও পদাতিক লইয়া আহম্রাজ্য, আক্রমণ করিয়াছিলেন এবং সিঙ্গিরির আহমূ-সেনানিবাসের নিকট স্কন্ধাবার স্থাপন করিয়াছিলেন । সুহুঙ্গ মুঙ্গ স্বীয় পুত্র সুক্লেনকে সিঙ্গিরিতে প্রেরণ করিয়া স্বয়ং সলায় গমন করিয়াছিলেন । খণ্ডযুদ্ধে কিয়ৎকাল অতিবাহিত করিয়া সুক্লেন জ্যোতিৰ্ব্বিদগণের মতের বিরুদ্ধে ব্ৰহ্মপুত্র পার श्श्र মুসলমানগণকে আক্রমণ করিয়াছিলেন । এই যুদ্ধে সুক্লেন পরাজিত ও আহত হইয়াছিলেন এবং আটজন আহম্ সেনাপতি নিহত হইয়াছিল। পরাজিত আহম্সেনা সিঙ্গিরি পরিত্যাগ করিয়া সলার দুর্গে আশ্রয় গ্রহণ করিয়াছিল এবং বরপাত্র গোহাই প্রধান সেনাপতি নিযুক্ত হইয়াছিলেন। মুসলমান সেনা কোলিয়াবারে বর্ষাকাল অতিবাহিত করিয়া শরৎকালে ঘিলাধারি পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছিল। শীতের প্রারম্ভে সুরেন সুস্থ হইয়া প্রধান সেনাপতি নিযুক্ত হইয়াছিলেন এবং সলায় আসিয়াছিলেন। মুসলমান সেনা সলা-দুর্গ অবরোধ করিয়াছিল। ত্বৰ্গ আক্রান্ড হইলে আহমৃগণ স্বৰ্গপ্রাকার হইতে মুসলমান সেনার উপরে উষ্ণ জল ঢালিয়া দিয়৷ (eo) Ibid, pp. 87-88. (**) Ibid, pp. 89-90.