পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ - ২১৩ নাসিরূ-উদ্দীন নসরৎ শাহ অত্যন্ত বিলাসপ্রিয় ও অত্যাচারী ছিলেন । তিনি একদিন গোঁড়ে আকৃনক বা একলাখা নামক স্থানে অবস্থিত র্তাহার পিতার সমাধি দর্শন করিতে গিয়াছিলেন । এই সময়ে তাহার সঙ্গী জনৈক খোজা বিশেষ অপরাধ করায় নসরৎ শাহ তাহার শাস্তিবিধান করিয়াছিলেন। সেই খোজা ক্রুদ্ধ হইয়া নসরৎ শাহ প্রাসাদে প্রত্যাবর্তন করিলে অন্যান্য খোজাগণের সহিত মিলিত হইয়া তাহাকে হত্যা করিয়াছিল। রিয়াজ-উসসালাতন অনুসারে নসরৎ শাহ ষোড়শ বর্ষ রাজ্যভোগ করিয়াছিলেন এবং ৯৪৩ হিজরায় তাহার মৃত্যু হইয়াছিল ৫৫ ৷ কিন্তু রিয়াজ-উস-সালাতনত প্রদত্ত তারিখ সত্য হইতে পারে না, কারণ নসরৎ শাহের পুত্র ৯৩৯ হিজরায় (১৫৩২ খৃষ্টাব্দে ) নিজনামে মুদ্রাঙ্কন করাইয়াছিলেন এবং উক্তবর্ষে উৎকীর্ণ কালনায় আবিষ্কৃত একখানি শিলালিপিতে র্তাহার নাম আছে । নাসির-উদ্দীন-নসরৎ শাহের রাজ্যকালে নিৰ্ম্মিত অনেকগুলি প্রাচীন কীৰ্ত্তি অদ্যাবধি বিদ্যমান আছে । ৯৩০ হিজরায় বৰ্দ্ধমান জেলার মঙ্গলকোট নগরে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল। ইহার ছাদ পড়িয়া গিয়াছে কিন্তু প্রাচীর ও খিলানগুলি বৰ্ত্তমান আছে ৪৮ । উক্তবর্ষে রাজশাহী জেলার বাঘা নামক স্থানে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল, এই মসজিদ অল্পদিন পূর্বে গভর্ণমেণ্টের ব্যয়ে সংস্কৃত হইয়াছে ৯৩১ হিজরায় শেখ আখি সিরাজ উদ্দীনের সমাধি নিৰ্ম্মিত হইয়াছিল ড° । ৮৯৩২ হিজরায় গৌড়ের প্রসিদ্ধ বারদুয়ারী বা সোণা মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৬১ ৷ ৯৩৬ হিজরায় সপ্তগ্রামে শেখ জমাল-উদ্দীন আমূলী একটি মসজিদ নিৰ্মাণ করাইয়াছিলেন, এই (৫৫) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৩৬ । (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. TI, pt. II, p. 179. Nos. 220-21. (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLI, 1872, pt. I, p. 332. (ev) Ibid, Vol. XLII, 1873, pt. I, p. 296. (e») Ibid, Vol. LXXIII, 1904, pt. I, pp. 108-13. (es) frats.-sn-storita, trifw wąstr, f. »»»; Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 8, pt. 2. (es) Ibid, p. 54, pla. 5-7.