পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৮ বাঙ্গালার ইতিহাস কর্তৃক এই মসজিদটি নির্মিত হইয়াছিল •• । আলা-উদ্দীন ফিরোজ শাহের নামাঙ্কিত কতিপয় রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে, এই সমস্ত মুদ্রা ১৩৯ হিজরায় এবং একটি হোসেনাবাদ ১২ হইতে মুদ্রিত হইয়াছিল । রিয়াজ-উস-সালাতীন অনুসারে গিয়াসূ-উদ্দীন মহমূদ আলা-উদ্দীন হোসেন শাহের অষ্টাদশ পুত্রের অন্যতম। তিনি নসরৎ শাহ কর্তৃক আমীর পদে প্রতিষ্ঠিত হইয়াছিলেন ১৩। তিনি নসরৎ শাহের জীবদ্দশায় স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন, কারণ ১৩৩ ও ১৩৮ হিজরায় মুদ্রিত র্তাহার নামাঙ্কিত রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে * । এই সমস্ত মুদ্রায় টাকশালের নাম পড়িতে পারা যায় নাই, সুতরাং নসরৎ শাহের রাজ্যকালে গিয়াস্-উদ্দীন মহমুদ বাঙ্গালা দেশের কোন অংশে স্বীয় আধিপত্য স্থাপন করিয়াছিলেন, তাহ নির্ণয় করিতে পারা যায়ন। গিয়াস্-উদ্দীন মহমুদ গোঁড়-সিংহাসনে আরোহণ করিলে তাহার, ভগিনীপতি মখদুম আলম তীরভূক্তিতে বিদ্রোহী হইয়াছিলেন•• । আব্বাস খী সরওয়ানী রচিত তারিখ-ই-শেরশাহী অনুসারে শের র্থ দিল্লী হইতে পলায়ন করিয়া বিহারে প্রত্যাবর্তন করিলে তাহার সহিত গৌড়রাজের ভৃত্য হাজীপুরের সর্লস্কর মখদুম আলমের বন্ধুত্ব হইয়াছিল । কোনও কারণে গৌড়রাজ মখদুম আলমের প্রতি অসন্তুষ্ট হইয়াছিলেন। মহমুদ শাহ মুঙ্গেরের সরলস্কর, কুতব খাকে মখদুম আলামের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলেন” । তারিখ-ই-শেরশাহী অনুসারে মহমুদ শাহ বিহার বা মগধ প্রদেশ আফগানদিগের নিকট হইতে জয় করিবার উদ্যোগ করিতেছিলেনe৮. (so) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLI 1872, pt. I, p. 332. (es) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, p. 179, Nos. 220-21. (as) Ibid, Nos.220. (১৩) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৩৭ ৷ (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II. pt; DI, 179. No. 222-23. (১৫) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৩৮ ৷ (*) Elliot's History of India, Vol. IV, pp. 332-33. (*१) बिब्रांज.-छेन.-गानाडौन. रे(ब्रांबि जबूदान, श्रृंः १०४ ।। (av) Elliot's History of India, Vol. IV, p. 333.