পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ $$$ রিয়াজ-উস-সালাতীন ও তারিখ-ই-শেরশাহী অনুসারে শের র্থ মহম্মদ শাহের সহিত মখদুম আলমের সন্ধিস্থাপনের চেষ্টা করিয়াছিলেন •• । সন্ধি স্থাপিত না হওয়ায় কুতব খার সহিত শের খণর যুদ্ধ হইয়াছিল এবং সেই যুদ্ধে কুতবা খণ পরাজিত ও নিহত হইয়াছিলেন। কুতব খর্ণ পরাজিত হইলে মখদুম আলমৃ গৌড়রাজ্য অধিকার করিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু তিনি মহমূদ শাহ কর্তৃক পরাজিত ও নিহত হইয়াছিলেন “ । তারিখ-ই শেরশাহী অনুসারে বাঙ্গালার সুলতান নসীব, শাহ বা নসরৎ শাহের মৃত্যুর পরে গৌড়রাজ্যের প্রধানগণ সুলতান মহমূদ শাহকে গৌড়সিংহাসনে স্থাপন করিয়াছিলেন। মহমূদ শাহ রাজ্যশাসন করিতে অপারগ হইলে গৌড়রাজ্যে বিশৃঙ্খলা উপস্থিত হইয়াছিল। এই সময়ে শের খণ গোঁড়রাজ্য অধিকার করিতে মনস্থ করিয়াছিলেন । শের খ7 এই সময়ে মগধের অধিপতি জলাল খণ লোহানীর অনুচরক্কপে পরিগণিত ছিলেন এবং মহমুদ শাহের সেনা যখন মখদুম আলমকে আক্রমণ কষ্ক্রিয়াছিল, তখন লোহানীগণের প্রতিকূলাচরণের জন্য শের র্থ স্বয়ং তাহার সাহায্যার্থ গমন করিতে পারেন . নাই । শের খার আদেশে তাহার অনুচর মিয়ণ হসন্ন থাকে প্রেরণ করিয়াছিলেন। জয়লাভ করিলে পুনরায় ফিরাষ্টয়া পাইবেন এই সর্ভে মখদুম আলমৃ তাহার সমস্ত ধনসম্পত্তি শের থাকে প্রদান করিয়াছিলেন। গৌড়েশ্বরের সেনাপতির সহিত যুদ্ধে মখদুমৃ আলমৃ পরাজিত ও নিহত হইয়াছিলেন, মিয়ণ হসন্ন খণ অক্ষত শরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন এবং শের খণ মখদুম আলমের সমস্ত ধনসম্পত্তির অধিকারী হইয়াছিলেন ১ । শের খপ অত্যন্ত প্রবল হইয়া উঠিলে বিহারের অধীশ্বর জলাল খা লোহানী তাহাকে দমন করিবার জন্য গৌড়েশ্বরের সাহায্য প্রার্থনা করিয়াছিলেন। গিয়াস-উদ্দীন মহমূদ শাহ জলাঙ্গ খণ লোহানীর সহিত কুতব খণর পুত্র ইব্রাহিমৃ ধার অধীনে বহু সেন, হস্তী ও কামান প্রেরণ করিয়াছিলেন। শের * কালবিলম্ব না করিয়া গৌড়রাজ্যের দিকে অগ্রসর হইলেন এবং চতুর্দিকে মৃন্ময় প্রাকার নির্মাণ করিয়া স্কন্ধাবার স্থাপন করিলেন। গৌড়েশ্বরের (১৯) Ibid ; রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১৩৮। {०००) ब्रिव्राज.-छैन.-नांलांठौब७ रेरज्ञांवि जङ्गबांग, शृं: sev । (s) Elliot's History of India, Vol. IV, p. 334.