পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ২২৯ উদ্দীন মহমুদ শাহ উপায়াতর না দেখিয়া দিল্লীতে দূত প্রেরণ করিয়া বাদশাহ হুমায়ুনের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলেন । । ১৫৩৪ খৃষ্টাব্দে গোয়ার পর্তুগীজ শাসনকর্তা মুনো ডা কুনহো (Nuno da cunha ) পাঁচখানি জাহাজে দুইশত পর্তুগীজ সেনা মার্টিন আফন্সে দে caron fitré (Martin Affonso de Mello Jusarte) volta vêartzo প্রেরণ করিয়াছিলেন। দে মেলে জুসার্তে কয়েকজন অনুচরকে বহুমূল্য উপঢৌকনের সহিত গৌড়ে গিয়াস্-উদ্দীন মহমূদ শাহের নিকট প্রেরণ করিয়াছিলেন। মহমূদ শাহ পর্তুগীজ দূতগণকে কারারুদ্ধ করিয়া চট্টগ্রামে পর্তুগীজ সেনাপতিকে বন্দী করিতে আদেশ দিয়াছিলেন। কিছুকাল পরে দে মেলে জুসার্ডে ত্রিশজন অনুচরের সহিত ধৃত হইয়া গৌড়ে প্রেরিত হইয়াছিলেন। আফগানগণের সহিত যুদ্ধে এই সমস্ত পর্তুগীজ বন্দী গিয়াসউদ্দীন মহমূদ শাহকে সাহায্য করিয়াছিল। এই সহায়তার জন্য পর্তুগীজ বন্দিগণ মুক্তিলাভ করিয়াছিলেন । খোজা শাহাব-উদ্দীন নামক একজন মুসলমান বণিক পারষ্ঠদেশে নীত হইবার অঙ্গীকারে গৌড়েশ্বরের নিকট হইতে চট্টগ্রামে পর্তুগীজগণ কর্তৃক দুর্গ নিৰ্ম্মাণের অনুমতি সংগ্ৰহ করিয়া দিয়াছিলেন। দে মেলো জুসার্ভে প্রথমে গৌড়ে বন্দী ছিলেন। পরে, পর্তুগীজগণ চট্টগ্রামে দুর্গ-নিৰ্ম্মাণের অনুমতি প্রাপ্ত হইলে নুনো ডা-কুনহ। তাহাকে দ্বিতীয়বার গৌড়রাজ্যে প্রেরণ করিয়াছিলেন। দ্বিতীয়বার বন্দী হইলে নুনো ডা কুন্‌হা । তাহার সাহায্যাৰ্থ নয়খানি জাহাজে আণ্টনিও ডা সিল্ভা মেনেজেসের অধীনে সাৰ্দ্ধ তিন শত পর্তুগীজ সেনা প্রেরণ করিয়াছিলেন। মেনেজেস্ চট্টগ্রামে আসিয়া খোজা শাহাব-উদ্দীনের একখানি জাহাজ অধিকার করিয়াছিলেন এবং তাহার সাহায্যে জুসার্ভে ও তাহার সঙ্গিগণের মুক্তিলাভের চেষ্টা করিয়াছিলেন। চট্টগ্রামের শাসনকৰ্ত্তা গিয়াস-উদ্দীন মহমূদ শাহকে পত্র প্রেরণ করিয়াছিলেন এবং তাহার সহিত মেনেজেস গৌড়রাজ্যের জন্য বহুমূল্য উপঢৌকন প্রেরণ করিয়াছিলেন। পত্রের উত্তর আসিতে বিলম্ব হওয়ায় মেনেজেস চট্টগ্রাম বন্দর এবং সমুদ্র তীরবর্তী গ্রামসমূহ দান করিয়াছিলেন। (৭) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অম্বুবাদ, পৃ. ১৩৯। (w) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 298. . , ** v { (8) F. C. Danvers, The Portuguese in India, Vol. I, pp. 422-23.