পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३१8 বাঙ্গালার ইতিহাস করিয়াছিলেন ২s । রিয়াজ-উস-সালাতন অনুসারে গিয়াসূ-উদ্দীন মহমূদর শাহ পাচ বৎসর কাল রাজ্যভোগ করিয়াছিলেন । - ১৪১ হিজরায় (১৫৩৪-৩৫ খৃষ্টাব্দে ) গিয়াসূ-উদ্দীন মহমুদ শাহ গৌড়ে সাদ-উল্লাপুরে একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ২৩। গোলাম হোসেন এই মসজিদ দৰ্শন করিয়াছিলেন ২s । ইহা বর্তমান সময়ে জান-জান মিয়ার মসজিদ নামে পরিচিত ২৭ শিলালিপি অনুসারে, এই মসজিদটি গিয়াসউদ্দীন মহমুদ শাহের রাজ্যকালে বিবি অলতী কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল । মালদহের নিকটে শাহপুর গ্রামে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে গিয়াসূ-উদ্দীন মহমুদ শাহ ৯৪৩ হিজরায় ( ১৫৩৬ খৃষ্টাব্দে ) একটি তোরণ নিৰ্মাণ করাইয়াছিলেন ২৬ । এই শিলালিপি অনুসারে মহমূদ শাহের অপর নাম “আব্দ শাহু” ও “আব্দ-উল-বদরূ”। গৌড়ের ধ্বংসাবশেষ মধ্যে চারিখানি ইষ্টকের উপরে একটি আরবী লিপি আছে । কনিংহাম ইহাতে গিয়াসূ-উদ্দীন আজম শাহের নাম পাঠ করিয়াছিলেন এবং অনুমান করিয়াছিলেন যে, গৌড়ে শেখ আখি সিরাজ-উদ্দীনের সমাধিগাত্রে সংলগ্ন ছিল ২* । এই কয়খণ্ড ইষ্টক কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে এবং ইহাতে গিয়াসূ-উদ্দীন মহমূদ শাহের নাম আছে। ডু বারোস (Du Barros) রচিত ডা এসিয়া (Da Asia ) অনুসারে গোয়ার পর্তুগীজ শাসনকর্তা মুনো ডা কুন্‌হা, মহমূদ শাহের সাহয্যাৰ্থ পেরেজ দে সম্পয়োর (Perez de Sampayo) অধীনে নয়খানি জাহাজ বাঙ্গালা দেশে প্রেরণ করিয়াছিলেন, কিন্তু সম্পয়ে বাঙ্গালা দেশে আসিয়া শুনিয়াছিলেন যে, গৌড়নগর শের খ-1 (২২) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৪১-৪২ । (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, vol. LXIV, 1895, pt. I, p. 226. (২৪) রিয়াজ-উস-সালাতন ইংরাজি অনুবাদ, পৃঃ ১৪০ ৷ (**) Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 10. (**) Journal of the Asiaticsociety of Bengal, Old Series, Vol. LXIV 1895, pt. I p. 214. (**) Cunningham's Reports of the Archaeological Survey of India; Vol. XV, p: 72. -