পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ চৈতন্যদেব ও গৌড়ীয় সাহিত্য শকাব্দ ১৪৭৭–৫৫, খৃষ্টাব্দ ১৪৮৫–১৫৩৪ চৈতন্যদেবের পূর্বপুরুষগণের নিবাস-জাজ পুর—শ্ৰীহট্ট-জস্বপুর-জগন্নাথমিশ্রের নবদ্বীপে আগমণ-নবদ্বীপের অবস্থা—বিশ্বস্তুরের জন্ম—শৈশব-শিক্ষা—সুদৰ্শন পণ্ডিত-গঙ্গাদাস পণ্ডিত-প্রথম বিবাহ-পূর্ববঙ্গে গমন—লক্ষ্মীদেবীর মৃত্যু-দ্বিতীয় বিবাহ-গয়াযাত্রা-ঈশ্বর পুরীর সহিত সাক্ষাৎ—মন্ত্রগ্রহণ—প্ৰত্যাবর্তন-অদ্বৈতাচাৰ্য্য ও নিত্যানন্দ—জগাই ও মাধাই— খহত্যাগ-কেশব ভারতীর নিকট দীক্ষা--শাস্তিপুর-পুরুষোত্তম যাত্রা—উৎকলের পথে SgBBBBBB BBBSBBBBBBSBBBBBB BBB BBBSSSBBBBSDDDD রায়-চুণ্ডিয়াম তীর্থ—তীর্থরাম-কাঞ্চী—ত্ৰিচিহ্নপল্লী—তাঞ্জোর-রামেশ্বর-কাবেরী-ঈশ্বর ভারতীর সহিত সাক্ষাৎ—পুণ—মুরাবিগণের উদ্ধার—নারোঙ্গীর উদ্ধার-পঞ্চবটী-নর্মুদ– আহমদাবাদ-বারমুখী বেখ্যার উদ্ধার—সোমনাথ—বরোদ-পুরুষোত্তম প্রত্যাবৰ্ত্তন- নব প্রতিষ্ঠিত ধৰ্ম্ম সম্বন্ধে হোসেন শাহের আদেশে নবদ্বীপের ব্রাহ্মণগণের প্রতি অত্যাচার-শেষ জীবন-মৃত্যু-সমাধি-নিত্যানন্দ-অদ্বৈতাচাৰ্য্য—অদ্বৈতের জীবনী-রঘুনাথ দাস-হরিদাস অ্যান্য পরিষদবর্গ-চৈতন্তের জীবনীসমূহ-নূতন বৈষ্ণব সাহিত্য-সমসাময়িক বৌদ্ধসঙ্ঘ । ভারতীয় বৈষ্ণব সম্প্রদায়সমূহের মধ্যে ভাগবত-সম্প্রদায় অতি প্রাচীন এবং গৌড়দেশে শ্রীচৈতন্য-প্রতিষ্ঠিত সম্প্রদায় সৰ্ব্বাপেক্ষ নবীন । বৈষ্ণব সম্প্রদায়সমূহের মধ্যে সমগ্র ভারতবর্ষে এই নূতন সম্প্রদায় সৰ্ব্বাপেক্ষ অধিক প্রতিষ্ঠা লাভ করিয়াছে, ইহার কারণ এই সম্প্রদায় সকল জাতির সমান অধিকার এবং দুৰ্ব্বোধ্য জটিল দার্শনিকতার অভাব । নবীন সম্প্রদায়-প্রতিষ্ঠাতা বিশ্বম্ভর বা নিমাই বঙ্গদেশে ভাগীরথীতীরবর্তী নবদ্বীপ নগরে জন্মগ্রহণ করিয়াছিলেন। বিশ্বভরের পিতা জগন্নাথমিশ্র পাশ্চাত্য বৈদিকসম্প্রদায়ভুক্ত ব্ৰাহ্মণ ; তাহার পূর্বপুরুষগণ উৎকলে জাজপুর নগরের অধিবাসী ছিলেন । জগন্নাথমিশের পূর্বপুরুষগণ উড়িষ্কার সূৰ্য্যবংশীয় রাজা অমরবর-উপাধিধারী কপিলেক্স বা কপিলেশ্বরদেবের ভয়ে উৎকলরাজ্য পরিত্যাগ করিয়া পলায়ন (५) जब्रामान्तब्र ६ध्छछबनन, नदिषण. अंशवनौ, १, श्रृं: s७ ।।