পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ఫిషి { ১৪৮৫ খৃষ্টাব্দে ) বাঙ্গালার সুলতান জলাল-উদ্দীন ফতে শাহের রাজ্যকালে চৈতন্যদেবের জন্ম হইয়াছিল তাহার জন্মসময়ে চন্দ্রগ্রহণ হইয়াছিল । চৈতন্য মাতার দশম গর্ভজাত, তাহার জন্মের পূৰ্ব্বে জগন্নাথমিশ্রের আটটি সন্তান শৈশবে ইহলীলা সম্বরণ করিয়াছিল । নবম গর্ভের সন্তান বিশ্বরূপ ষোড়শ বর্ষ বয়সে গৃহত্যাগ করিয়াছিলেন । চৈতন্য শৈশবে অত্যন্ত দুরন্তপ্রকৃতি ছিলেন। তাহার পিতৃদত্ত নাম বিশ্বম্ভর, সন্তান বাচিত না বলিয়া কুলমহিলাগণ র্তাহাকে নিমাই বলিয়া ডাকিতেন এবং গৌরবর্ণের জন্য প্রতিবেশিগণ র্তাহার গৌর বা গৌরাঙ্গ নাম দিয়াছিল। নবম বর্ষ বয়সে বিশ্বস্তরের উপনয়ন হইয়াছিল । ইহার পূর্বে তিনি সুদর্শন ও বিষ্ণু পণ্ডিতের নিকট অধ্যয়ন করিয়াছিলেন। একাদশ বর্ষ বয়সে চৈতন্তের পিতৃবিয়োগ হইয়াছিল । জগন্নাথমিশ্র মৃত্যুর পূৰ্ব্বে বিশ্বম্ভরকে গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পাঠীতে বিদ্যাশিক্ষার জন্য প্রেরণ করিয়াছিলেন ৮ । গঙ্গাদাস পণ্ডিতের নিকট ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করিয়া বিশ্বম্ভর বাসুদেব সাৰ্ব্বভৌমের নিকট ন্যায়শাস্ত্র অধ্যয়ন আরম্ভ করিয়াছিলেন । ষোড়শ বর্ষ বয়ঃক্রমকালে বিশ্বম্ভরের পাঠ সাঙ্গ হইয়াছিল । বৃন্দাবনদাসরচিত চৈতন্যভাগবতানুসারে বিশ্বম্ভর পিতার জীবদ্দশায় গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পাঠীতে গমন করিয়াছিলেন পাঠদশায় বল্লভাচার্য্যের কন্যা লক্ষ্মীদেবীকে দেখিয়া বিশ্বম্ভর মোহিত হইয়াছিলেন এবং তাহার পাণিগ্রহণ করিয়াছিলেন ?? বিবাহের পরে বিশ্বম্ভর । কিয়ংকাল গৃহে অবস্থান করিয়াছিলেন ও নবদ্বীপের পণ্ডিত সমাজে প্রতিষ্ঠালাভ করিয়াছিলেন । জয়ানন্দ-রচিত চৈতন্যমঙ্গলানুসারে বিশ্বম্ভর অর্থোপার্জন করিতে পূৰ্ব্ববঙ্গে গমন করিয়াছিলেন ১২ । বিশ্বস্তুর বঙ্গদেশে পদ্মাবতী নদীতীরে কিয়ংকাল বাস করিয়াছিলেন । বঙ্গদেখ হইতে অর্থোপার্জন করিয়া দেশে ফিরিয়া (৭) কৃষ্ণদাস-বিরচিত চৈতন্যচরিতামৃত জীপাঁচকড়ি ৰঙ্গ্যোপাধ্যত্ব সম্পাদিত, আদিপীলা, ৰয়োদশ পরিচ্ছেদ, পৃঃ ৫৯ ৷ (v) टेछठनाछां★वष्ठ, श्रांगिथं७, बर्ट बथTांब्र, श्रृं३ ११ ।। (*) अभिव्रनिबारे छब्रिङ, थर्षम थ७, श्रृं: 88 । {s०) ६छठनाङांनंवङ, चांनिध७, ७é जषTांब, शृं: ** । {ss) tष्ठनाछब्रिठांवृङ, चांगिणीणां, गं** *ब्रिाहक, श्रृं: ७७ ।। {>२) tछठमामनन, *ब्रिषन् अंशांचली, *, शृं: s१ ॥