পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩o বাঙ্গালার ইতিহাস আসিয়া বিশ্বম্ভর শুনিলেন যে, সর্পদংশনে তাহার পত্নীর মৃত্যু হইয়াছে১৩। পত্নী বিয়োগের পরে বিশ্বম্ভর শচীদেবীর আদেশে সনাতন পণ্ডিতের কন্ঠ বিষ্ণুপ্রিয়া দেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন কিয়ংকাল নবদ্বীপে বাস করিয়া বিশ্বম্ভর পিতৃ-পিণ্ডদান করিবার জন্য গয়া যাত্রা করিয়াছিলেন ১৫ । জয়ানন্দের চৈতন্যমঙ্গলানুসারে বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতনের উপাধি রাজপণ্ডিত’ । কিন্তু তিনি কোন রাজার সভাপণ্ডিত ছিলেন তাহ অদ্যাবধি নির্ণীত হয় নাই । বিশ্বম্ভর গয়ার পথে মন্দার পর্বতে মধুসূদন দর্শন করিতে গিয়াছিলেন । এবং পরে পুনঃপুনাতীর্থে উপস্থিত হইয়াছিলেন ১৮। মন্দার ভাগলপুর জেলায় অবস্থিত এবং পুনঃপুনা নদীর বর্তমান নাম পুনপুন গয়ার তীর্থযাত্রিগণ অনেকে এই নদীতীরে পিণ্ডদান করিতে অগসিয়া থাকেন । গয়ায় আসিয়া বিশ্বম্ভর ব্রহ্মকুণ্ডে স্নান করিয়া প্রেতশিলা, রামগয়া, উত্তরমানস, দক্ষিণমানস ও বিষ্ণুপদে পিণ্ডদান করিয়াছিলেন এবং ভীমগয়া, শিবগয়া, ব্ৰহ্মগয়া প্রভৃতি ষোড়শ গয়ায় যথারীতি পিতৃপিণ্ড প্রদত্ত হইয়াছিল ৯ । গয়ায় তাহার সহিত ঈশ্বরপুরীর সাক্ষাৎ হইয়াছিল। বিশ্বম্ভর ঈশ্বরপুরীর নিকট মন্ত্রগ্রহণ করিয়াছিলেন ২ । গয়ায় বিষ্ণুপাদ দর্শনে বিশ্বম্ভরের ভাব্যস্তর হইয়াছিল ২১ । তাহার সঙ্গিগণ বহুচেষ্টায় তাহাকে নবদ্বীপে ফিরাইয়া আনিয়াছিলেন। লোচনদাস-রচিত চৈতন্যমঙ্গলানুসারে বিশ্বম্ভর গয়া হইতে মথুরা ও বৃন্দাবন যাত্রা করিয়াছিলেন, কিন্তু পথ হইতে দৈববাণী শুনিয়া ফিরিয়া আসিয়াছিলেন ২২ ৷ মন্ত্রগ্রহণ করিয়া তিনি কৃষ্ণভক্ত হইয়া (১৩) চৈতন্যচরিতামৃত, আদিলীলা, ষোড়শ পরিচ্ছেদ, পৃঃ ৬৭। (১৪) চৈতন্যমঙ্গল, পরিষদ গ্রন্থাবলী, ৭, পৃঃ ৫১ ৷ (১৫) চৈতন্যভাগবত, আদিখণ্ড, দ্বাদশ অধ্যায়, পৃ: ১৩১ ৷ (১৬) চৈতন্যমঙ্গল, পরিষদ গ্রন্থাৰলী, ৭, পৃঃ ৫১। (Sa) હૈ । (১৮) চৈতন্যভাগবত, আদিখণ্ড, দ্বাদশ অধ্যায়, পৃ: ১৩২ ৷ (১৯) ঐ, পৃঃ ১৩৪ ৷ (Վօ) ঐ, পৃঃ ১৩, চৈতন্যমঙ্গল, পরিষদ গ্রন্থাবলী, , পৃ. ৮৮। (২১) চৈতন্যভাগবত, আদিখণ্ড,দ্বাদশ অধ্যায়, পৃঃ ১৬৩। (২২) চৈতন্যভাগত, জাখিও স্বাদশ অধ্যায়, পৃঃ ১৩৬ ; লোচলদাসের চৈতন্যমঙ্গল, অতুলকৃষ্ণ গোস্বামী-সম্পাদিত, পৃ. ৮৭ ৷