পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ২৩৭ করিয়া গ্রীচৈতন্য বিষ্ণুকাঙ্ক গমন করিয়াছিলেন । কাঞ্চীপুর হইতে ছয়ক্রোশ দূরে ত্রিকালেশ্বর শিব দর্শন করিয়া তীর্থভদ্র নদীতে স্নান করিয়া পঞ্চক্রোশ দূরে অবস্থিত কালতীর্থে বরাহমূৰ্ত্তি দর্শন করিতে গমন করিয়াছিলেন । কালতীৰ্থ হইতে পঞ্চক্রোশ দূরে নন্দ ও ভদ্রা নদীর সঙ্গমস্থলে সন্ধিতীর্থে স্নান করিয়া শ্রীচৈতন্য তথায় সদানন্দপুরী নামক অদ্বৈতবাদীকে তর্কে পরাজিত করিয়া দীক্ষা প্রদান করিয়াছিলেন ৮ । সন্ধিতীর্থ হইতে শ্রীচৈতন্য টাইপল্লীতীর্থে (বর্তমান ত্ৰিচিহ্নপল্লী ) গমন করিয়াছিলেন । এইস্থানে সিদ্ধেশ্বরী ও শৃগালী নামক দুই ভৈরবীকে দর্শন করিয়া চৈতন্য কাবেরী নদীতে স্নান করিয়া সমুদ্রতীরবর্তী নাগর-নগরে গমন করিয়াছিলেন এবং তথা হইতে সপ্তক্রোশ দূরে অবস্থিত তাঙ্গোর নগরে গমন করিয়াছিলেন • । তাঙ্গোরে খ্ৰীচৈতন্য ধলেশ্বর নামক জনৈক বৈষ্ণব ব্রাহ্মণের গৃহে অতিথি হইয়াছিলেন। তাঙ্গোর হইতে তিনি চণ্ডালু পৰ্ব্বতে গমন করিয়াছিলেন, সেই স্থানে জয়সিংহ নামে এক রাজা ছিলেন ** i বন ত্যাগ করিয়া পদ্মকোট তীর্থে অষ্টভূজ ভগবতী দর্শন করিয়া শ্রীচৈতন্য ত্রিপাত্র নগরে উপস্থিত হইয়াছিলেন ১ । সেই স্থানে এক সপ্তাহ বাস করিয়া পঞ্চাশ যোজনব্যাপী বারিবন নামক অরণ্য পার হইয়া তিনি রঙ্গধাম বা স্ত্রীরঙ্গপট্টনে উপস্থিত হইয়াছিলেন ১২ ৷ শ্রীরঙ্গপট্টনে নরসিংহদেবের মৃত্তি দর্শন করিয়া শ্রীচৈতন্য ঋষভ পৰ্ব্বত ও রামনাথ নগর হইয়া রামেশ্বর তীর্থে উপস্থিত হইয়াছিলেন ১৩ । রামেশ্বর দর্শন করিয়া, তিনদিন সেতুবন্ধে বাস করিয়া এবং সাতদিন ধরিয়া মাধীবন পার হইয়া তিনি তত্ত্বকুণ্ডী তীর্থে স্নান করিয়াছিলেন •• । তথা হইতে তাম্রপণী গিয়া নদীতীরে মাঘীপূর্ণিমার দিন উক্ত নদীতে স্নান করিয়াছিলেন এবং এক পক্ষকাল বাস করিয়াছিলেন ৬৫ ৷ তাম্রপণী নদী হইতে চৈতন্ম সমুদ্রতীরবর্তী কন্যাকুমারিকায় গমন করিয়াছিলেন এবং তথা হইতে পৰ্ব্বত (৫৬) গোবিন্দদাসের কড়চা, পৃঃ ৭৭-৭৯ । (eo) હૈ, পৃ. ৭৯-৮০। وعددها : ,ف (هه) | دg: vo-vو ,في (wه) اهه- د: «ف (ده) اساساسنامq: w ,في زمن) انده-به :f ,3 (های) (৬৩) গোবিন্যাসের কক্ষত পৃঃ ১৯-১০১। i ه هد: ,ف . (هة) * * - ו 68-8ל : ,ف (s)