পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ९8> দেউল দেহরী ভাঙ্গে উপাড়ে তুলসী । প্রাণভয়ে স্থির মহে মৰদ্বীপবাসী ॥ গঙ্গণস্নান বিরোধিল হাট ঘাট যত । অশ্বখ পনস বৃক্ষ কাটে শত শত । পিরল্যা গ্রামেতে বৈসে যতেক যবন । উচ্ছন্ন করিল নবদ্বীপের ব্রাহ্মণ ॥৯১ ● চৈতন্যদেবের জীবনের অবশিষ্টাংশ বৃন্দাবনে ও পুরুষোত্তমে অতিৰাহিত হইয়াছিল ১২ । তিনি একবার উজ্জ্বলজ্যোৎস্নালোকিত সমুদ্রতরঙ্গ দর্শনে যমুনাজমে উদধিজলে লম্ফপ্রদান করিয়াছিলেন ১৩। কেহ কেহ অনুমান করেন যে, এই সময়েই হার জীবনাস্ত হইয়াছিল ; কিন্তু তাহ সত্য নহে, কারণ একজন ধীবর সমুদ্রগর্ভ হইতে শ্রীচৈতন্যকে জালে উত্তোলন করিয়াছিল এবং তাহার চেতনা ফিরিয়াছিল জয়ানন্দরচিত চৈতপ্তমঙ্গলানুসারে পদতলে ইষ্টকখণ্ডের আঘাতে যে ক্ষত হইয়াছিল, তাহার জন্যই চৈতন্যদেবের মৃত্যু হইয়াছিল * । প্রবাদানুসারে, অপার্থিব পদার্থ নিৰ্ম্মিত জীচৈতন্তের দেহ, নিম্বকাষ্ঠ-নিৰ্ম্মিত গোপীনাথ অথবা জগন্নাথের মূৰ্ত্তিতে লীন হইয়াছিল** অপ্রিয়কথা বলিয় বৈষ্ণব গ্রন্থকারগণ হীচৈতন্ত্যের তিরোভাবের বিশদ বিবরণ লিপিবদ্ধ করেন নাই। লোচনদাস-বিরচিত চৈতন্যমঙ্গলানুসারে শ্ৰীকৃষ্ণচৈতন্যের তিরোভাবের অব্যবহিত পরে তাহার দেহ পুরুষোত্তমমন্দির মধ্যে নীত হইয়াছিল এবং গর্ভগৃহে বা অন্তরালে পাষাণাচ্ছাদনের নিয়ে সমাহিত হইয়াছিল অষ্টচত্বারিংশ বর্ষ বয়ঃক্রমকালে, আষাঢ়ের শুক্ল সপ্তমীতে, রবিবারের তৃতীয় প্রহরে, ১৪৫৫ শকাব্দে ( জুলাই ১৫৩৪ খৃষ্টাব্দে ), স্ত্রীকৃষ্ণচৈতন্যের তিরোভাব হইয়াছিল ১৮ । (১১) পরিষদ, গ্রন্থাবলী, ৭, পৃঃ ১১ । (১২) চৈতন্যচরিতামৃত, জামিলীলা, জয়োদশ পরিচ্ছেদ, পৃঃ ৫৯ ৷ ঐ, অস্ত্যলীলা, অষ্টাদশ পরিচ্ছেদ, পৃঃ ৩৬৬। (هند) (১৪) চৈতন্যচরিতামৃত, অস্ত্যলীলা, অষ্টাদশ পরিচ্ছেদ, পৃ. ৩৬৭। (১৫) পরিষদ, গ্রন্থাৰলী, ৭, পৃঃ ১৫০ ৷ (*) History of the Bengali Language and Literature, pp. 472-73. (s.a) Ibiá, p. 474. (১৮) Ibid, p.439 : চৈতন্যচরিতামৃত, আদিলীপ, রয়োদশ পরিচ্ছেদ, পৃঃ ২৪।

  • זיוש קfidi-על